E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নর্থবেঙ্গল মেডিকেল কলেজে নেপালী ছাত্রীকে যৌন নিপীড়ন, প্রভাষক কারাগারে

২০১৮ সেপ্টেম্বর ১১ ১৭:০৯:০৯
নর্থবেঙ্গল মেডিকেল কলেজে নেপালী ছাত্রীকে যৌন নিপীড়ন, প্রভাষক কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে নেপালিজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বেসরকারি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ডাঃ তুহিন নামে এক চিকিৎসককে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

গত সোমবার রাত ১০টার সময় পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ডাঃ তুহিন নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক। ভুক্তভোগী ছাত্রী কলেজের চতুর্থ বর্ষে পড়েন।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম সোমবার রাত সাড়ে ১২টার দিকে জানান, ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে চিকিৎসককে গ্রেফতার করার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, লেখাপড়ার সুবাদে ডাঃ তুহিন প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ছাত্রীটির সঙ্গে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে যৌন নির্যাতন করেন। সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলে চিকিৎসক তুহিন অস্বীকার করেন। এ নিয়ে গত শুক্রবার দুপুরে দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরপর রবিবার বিকেলে আবারও ওই ছাত্রী ডা. তুহিনের বাগী গিয়ে বিয়ের জন্য চাপ দেয়। তখনো তাদের মধ্যে কথা কাটাকাটি এমনকি হাতাহাতিও হয়।

সেদিন সেই শিক্ষার্থী বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানান, এবং সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ডাঃ তুহিনকে রাতেই আটক করে পুলিশ।

এ বিষয়ে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এসএম আকরাম হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে সবকিছু জানা যাবে।

(এমএসএম/এসপি/সেপ্টেম্বর ১১, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test