E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজার-৩ : মহাজোটের প্রার্থী হতে চান প্রবাসী আব্দুল মোসাব্বির

২০১৮ সেপ্টেম্বর ১১ ১৭:৪২:১৯
মৌলভীবাজার-৩ : মহাজোটের প্রার্থী হতে চান প্রবাসী আব্দুল মোসাব্বির

মৌলভীবাজার প্রতিনিধি : চলতি বছরের শেষ দিকে অর্থাৎ আগামী ডিসেম্বরের শেষ সাপ্তাহে বাংলাদেশে অনুষ্টিত হবে বহুল প্রত্যাশিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশন সূত্রে এমন তথ্য প্রকাশের পর থেকে নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠ ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করেছে। জোট-মহাজোটের পাশাপাশি ছোট ছোট রাজনৈতিক দলগুলোও শুরু করেছে নির্বাচনী প্রস্তুতি। নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত রাজনীতির মাঠে ঘটবে নানান মেরুকরন। সবমিলিয়ে দেশের রাজনীতি এখন নির্বাচন কেন্দ্রিক। ইতি মধ্যে রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় প্রার্থীতা চুরান্ত করতেও কাজ করে যাচ্ছে। 

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান আওয়ামীলীগ নেতৃত্বাধিন মহাজোটের শরিকদল শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান এমপি’র নেতৃত্বাধীন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জাসদ একাংশ সারা দেশের ২৫টি সংসদীয় আসনে প্রার্থী চেয়ে দলের ২৫জন প্রার্থীর নাম চুরান্ত করে ১৪দলের শীর্ষ নেতৃবৃন্দের কাছে দাবি জানিয়েছেন। এই ২৫টি আসনের মধ্যে মৌলভীবাজার-৩ রাজনগর আসনটি রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। যদিও শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান এমপি’র নেতৃত্বাধীন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জাসদ একাংশ এখন পর্যন্ত দলীয় প্রতিক ও আরপিও বিধান অনুযায়ী নির্বাচন কমিশন থেকে দলীয় নিবন্ধন জটিলতা কাটিয়ে উঠতে পারেনি।

সার্বিক বিষয়টি মাথায় রেখে বর্তমানে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংঘটক ও প্রবাসী আব্দুল মোসাব্বির একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার রাজনগর-৩ আসনে দলীয় সংকেত পেয়ে ১৪দলীয় জোট তথা মহাজোট থেকে প্রার্থী হতে চান। ৭৫ পরবর্তি প্রথমে জার্মান ও পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করে স্থায়ী ভাবে বসবাস করলেও বর্তমানে দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে দেশে বসবাস করে রাজনীতিতে সক্রিয় ভুমিকা পালন করছেন তিনি। নিয়মিত দলীয় ও সামাজিক কর্মকান্ডেও অংশ নিচ্ছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

প্রতিবেদকের সাথে একান্ত খোলামেলা আলাপকালে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রার্থীতা সহ নানা প্রসঙ্গে কথা বলেন।

তিনি বলেন, আমি আমার দলের পক্ষ থেকে চুরান্ত সংকেত পেয়েছি নির্বাচনে প্রার্থীতার বিষয়ে । সে লক্ষেই কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে ব্যক্তিগত ভাবে খুব ভাল করে চেনেন এবং জানেন, আশা করি তিনি বাস্তবতা অনুভব করে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী অধ্যুসিত মৌলভীবাজার সদর আসনে আমাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে বিজয় নিশ্চিত করে ভিষন বাস্তবায়নের পথকে সুগম করবেন।

পর্যটন অধ্যুুিসত মৌলভীবাজার সদর এর এই গুরুত্বপুর্ন আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে আব্দুল মোসাব্বির সদরের উন্নয়ন মূলক নানান পরিকল্পনার কথা জানান এ-প্রতিবেদককে। তিনি বলেন, দুঃখের সাথে বলতে হয়, জেলায় জিয়াউর রহমানের নামে অনেক সরকারি স্থাপনা প্রতিষ্ঠা হলেও স্বাধীনতার ৪৭ বছরেও কেন সম্ভব হলনা মহান স্বাধীনতার স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি স্থাপনা?

এ বিষয়ে তিনি বলেন, যদি মহাজোট আমাকে প্রার্থী হিসেবে এই আসনে মনোনয়ন দেন, তাহলে আমি বিজয়ী হলে প্রথমেই বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক হিসেবে মৌলভীবাজারে জাতির জনক বঙ্গবন্ধুর নামে একটি মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় ও একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যেগ নিয়ে তা বাস্তবায়ন করবো।

তিনি আরো বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, আর্থ-সামাজিক উন্নয়ন, পর্যটন ও বেকারত্ব দূরিকরনে ব্যাপক ভিত্তিক পরিকল্পনা গ্রহন করে কার্যকর উদ্যেগ নিবেন। সন্ত্রাস, মাদক নির্মুলে ব্যবস্থা গ্রহণ করবেন। আব্দুল মোসাব্বির বলেন, জেলা সদরে সামাজিক ও রাজনৈতিক সম্প্রিতি ভেঙ্গে পরেছে, এক্ষত্রে দল যার যার উন্নয়ন সবার এই দৃষ্টি ভঙ্গির আলোকে সকল মানুষে মানুষে সম্প্রিতির বন্ধনে এক সাথে কাজ করবো এটিই আমার আগামীর দৃঢ় অঙ্গিকার।

এবিষয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জাসদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ.স.ম সালেহ সুহেল বলেন, আমরা বাংলাদেশ জাসদের পক্ষ থেকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন সহ সারা দেশে সর্বমোট ২৫টি আসন চাচ্ছি, সেক্ষেত্রে আমরা মনে করি মৌলভীবাজারে আমরা অত্যান্ত সক্রিয় এবং বর্তমানে সদরের এই আসনটিতে আমরা যাকে প্রার্থী হিসেবে চাচ্ছি তিনি দীর্ঘদিন যাবত প্রবাসে ছিলেন এবং জাসদের রাজনীতির সাথে সক্রিয় রয়েছেন, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার ভাল সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, আমরা মনে করি আসন্ন নির্বাচনে আওয়ামীলীগসহ জোটের একাধিক প্রার্থী রয়েছে, তাদের মধ্যে আমাদের দলীয় প্রার্থী অনেক সিনিয়র । দেশ ও রাজনীতির জন্য ত্যাগ স্বীকার করা প্রবাসী এই বর্ষীয়ান নেতাকে মনোনয়ন দিলে ১৪দলীয় জোটের ঐক্যে আরো সমৃদ্ধ হবে বলে মনে করেন সুহেল।

স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পরা আব্দুল মোসাব্বির ১৯৬৬ সালে ’’শিক্ষা, শান্তি ও প্রগতী’’ তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, আদর্শে অনুপ্রাণিত হয়ে পুর্ব পাকিস্থান ছাত্রলীগে যোগদান করেন । বাঙালির মুক্তিরসনদ বঙ্গবন্ধুর ৬ দফা , ছাত্রলীগ (ডাকসু) ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন ও ছাত্র ইউনিয়ন উভয় গ্রুপ প্রণীত ১১-দফার আন্দোলন এবং ৬৯ এর গণঅভ্যুত্থানে বলিষ্ঠ ভুমিকা পালন করেন।

তিনি ১৯৫৪ সালের ১০ই অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার দক্ষিণ বাড়ন্তী গ্রামে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের ৪ঠা জানুয়ারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩নং কামালপুর ইউনিয়ন পরিষদ অফিসে আওয়ামীলীগের পতাকা উত্তোলন করার কারনে কুমিল্লা সামরিক আদালতে রাষ্ট্রদ্রোহী মামলার প্রধান আসামী হিসেবে অভিযুক্ত হন। স্বাধীনতা সংগ্রামে জয়বাংলা বাহিনীর সদস্য ও মুক্তিযুদ্ধে বাংলাদেশ লিবারেশন ফোর্স (মুজিব বাহিনী)’র সদস্য। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রথম সম্মেলনে পল্টন ময়দানে যোগদান।

১৯৭২ সালে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচনে জাসদ ছাত্রলীগ থেকে আপ্যায়ণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৭২ সালে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক এবং মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের প্রতিষ্ঠাতা কর্মী। ১৯৭৫ সালে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবরণ করেন। ১৯৭৯ সালের ৯ জানুয়ারি বাংলাদেশ থেকে পশ্চিম জার্মানীতে গমণ । ১৯৮২ সাল থেকে ৪ঠা সেপ্টেম্বর পশ্চিম জার্মান থেকে যুক্তরাষ্ট্রে বসবাসকারী একজন প্রবাসী।

(একে/এসপি/সেপ্টেম্বর ১১, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test