E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ককটেল বিস্ফোরণ 

কাপাসিয়ায় বিএনপির ৭২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

২০১৮ সেপ্টেম্বর ১২ ১৪:৫৮:২৫
কাপাসিয়ায় বিএনপির ৭২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া চালাবাজার এলাকায় গতকাল মঙ্গলবার ভোরে থানা পুলিশ ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৩২ নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনায় পুলিশ ঘাগটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোতামিয়াকে গ্রেফতার করেছে। 

থানা সূত্রে জানা যায়, গত সোমবার প্রয়াত আ স ম হান্নান শাহ’র ছেলে বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নান দলীয় এক কর্মসূচী পালনকালে সোমবার গ্রেফতার হন। এর প্রতিবাদে বিএনপির নেতা-কর্মীরা ভোর ৫ টায় জরো হয়ে সড়ক অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল থেকে ৫ টি বিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে বলে দাবি করে। এ ঘটনায় মঙ্গলবার রাতে কাপাসিয়া থানার এস আই দুলাল মিয়া বাদী হয়ে বিএনপির ৭২ জন নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেছে। উল্লেখযোগ্য আসামিরা হলো ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ চাঁনমিয়া (৬০), সাধারন সম্পাদক হারুন মাঝি (৫০), ছাত্রদল নেতা শামিম (২৫)।

উল্লেখ্য, গত সোমবার বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাজীপুর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে মানব বন্ধন কর্মসূচী চলছিল। এ সময় পুলিশের লাঠিচার্জে কর্মসূচি পন্ড হয়ে যায়। এ ঘটনায় শাহ রিয়াজুল হান্নানসহ বিএনপির ৯ জন নেতা-কর্মী গ্রেফতার হন।

(এসকেডি/এসপি/সেপ্টেম্বর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test