E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ, ঘেরাও

২০১৮ সেপ্টেম্বর ১২ ১৭:৫৪:২৬
বরিশালে ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ, ঘেরাও

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ভোটকেন্দ্র স্থানান্তর করে গ্রামের একপ্রান্তে নিয়ে যাওয়ার প্রতিবাদে বুধবার সকালে জেলার বাবুগঞ্জ উপজেলার উত্তর ক্ষুদ্রকাঠী গ্রামবাসী উপজেলা নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। 

বিক্ষুব্ধরা ৪৫ বছরের পুরনো উত্তর ক্ষুদ্রকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র বহালের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ করেছেন।

রহমতপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শতাধিক গ্রামবাসী বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের চত্বরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাচন অফিস ঘেরাও করে।

এসময় নির্বাচন অফিসের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে গ্রামবাসীদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির নেতা আলহাজ শাহিন হোসেন, বীর মুক্তিযোদ্ধা গফফার আলী হাওলাদার, নুরুল ইসলাম তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলার রহমতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্যবর্তীস্থানে অবস্থিত উত্তর ক্ষুদ্রকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে স্বাধীনতার পরে ১৯৭৩ সাল থেকে ভোট দিয়ে আসছে ৫নং ওয়ার্ডের ভোটররা। কয়েকদিন পূর্বে রহস্যজনকভাবে ৪৫ বছরের পুরনো ভোটকেন্দ্রটি সরিয়ে ক্ষুদ্রকাঠী গ্রামের সীমানার একপ্রান্তে অবস্থিত পূর্ব ক্ষুদ্রকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test