E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে ১১ হাজার লিটার সয়াবিন তেলসহ আটক ৩

২০১৮ সেপ্টেম্বর ১৪ ১৭:৩৮:৪৩
সিরাজগঞ্জে ১১ হাজার লিটার সয়াবিন তেলসহ আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় ১১ হাজার ১৬০ লিটার চোরাই সয়াবিন তেল ও ২শ’ লিটার ডিজেলসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। এ সময় ওই তেল বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়েছে।

শুক্রবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র‌্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার জনাব মো. হুমায়ুন কবির।

আটককৃতরা হলো-ট্রাক চালক বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার সরঞ্জাবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে বেলাল হোসেন (৩০), সিরাজগঞ্জের সলঙ্গা থানার রতনকান্দি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাকিব শেখ (২০) ও ধোপাকান্দি গ্রামের সোনাউল্লাহর ছেলে রফিজ উদ্দীন (৫০)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার ধোপাকান্দি হানিফ হোটেলের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে ওই ট্রাকটি জব্দ করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ৬০টি ড্রামে ১১ হাজার ১৬০ লিটার চোরাই সয়াবিন তেল,২শ’ লিটার ডিজেল জব্দ করা হয়। এসময় ট্রাকটির চালক হেলপারসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

(এমএসএম/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test