E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট সাতক্ষীরার ভবন উদ্বোধন

২০১৮ সেপ্টেম্বর ১৪ ১৮:৩৯:৩৬
বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট সাতক্ষীরার ভবন উদ্বোধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউট সাতক্ষীরার ভবন উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে  শুক্রবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরতলীর বিনারপোতা কুষি গবেষণা কেন্দ্রে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ড.সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষিগবেষনা ইনষ্টিটিউটের মহাপরিচালক আবুল কালাম আজাদ। তিনি বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, তাই আধুনিক ও বিজ্ঞান সম্মত প্রশিক্ষনের মাধ্যমে এদেশের কৃষিকে আরও এগিয়ে নিতে হবে।

সাতক্ষীরা জেলা উপকুলীয় লবণাক্ত এলাকা বিধায় বিএআরআই উদ্ভাবিত বিভিন্ন ফসল উৎপাদনের প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতি ব্যাবহার করে লবণ সহিষ্ণু ফসলের চাষাবাদ করতে হবে। তিনি আরও বলেন এ অঞ্চলের চাষাবাদকে এগিয়ে নিতে নতুন নতুন উদ্ভাবন ও সে অনুযায়ী প্রশিক্ষণের ব্যাবস্থা করতে হবে। বাংলাদেশে অঞ্চল ভিত্তিক প্রায় ৩০ ধরনের আবহাওয়া বিরাজ করে। যেহেতু সাতক্ষীরা জেলা উপকুলীয় লবণাক্ত এলাকা সেহেতু লবণ সহিষœ বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন করে স্থানীয় ভাবে চাষাবাদের ব্যাবস্থা করতে হবে।

উপকুলীয় লবণাক্ত এলাকায় বিএআরআই উদ্ভাবিত বিভিন্ন ফসলের আধুনিক চাষাবাদ কলাকৌশলের উপর বৈজ্ঞানিক সহকারী, উর্ধ্বতন বৈজ্ঞানিক সহকারী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইনষ্টিটিউটের মহাপরিচালক বীরেশ কুমার গোস্বামী, বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউটের পরিচালক মোঃ শোয়েব হাসান, উদ্যান তত্ত্ব গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বিএআরআই ড. নাজিরুল ইসলাম, প্রশিক্ষন অফিসার নূরুল ইসলাম, ড. মুহাঃ সহিদুজ্জামান, ড. বাবুল চন্দ্র সরকার, ড. হারুন অর রশিদ, উসহাকুল ইসলাম, শিমুল মন্ডল, অলি আহমেদ ড. সিরাজুল ইসলাম, এস এম মতিয়ার রহমান প্রমুখ।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test