E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘প্রধানমন্ত্রী যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলার উপর গুরুত্বারোপ করেছেন’

২০১৮ সেপ্টেম্বর ১৪ ১৯:০০:৫০
‘প্রধানমন্ত্রী যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলার উপর গুরুত্বারোপ করেছেন’

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : দেশে সুষ্ঠু উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও নৌকায় ভোট দিন। যতবারই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, ততবারই দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশের যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে দেশে খেলাধূলার উপর গুরুত্বারোপ করে জাতির জনক বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেছেন।

শুক্রবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে (অনুর্ধ-১৭) এর ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এ কথা বলেন।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রূপা, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুকিতুর রহমান রাফি, কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান জাকারিয়া ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান এসএম রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল প্রমুখ।

খেলায় গোবিন্দগঞ্জ পৌরসভা একাদশ কোচাশহর ইউনিয়ন একদশকে ৬-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এসময় খেলায় অংশগ্রহণকারী খেলোয়ারদের মেডেল পড়িয়ে দেয়া হয় এবং চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ পৌরসভা একাদশকে চ্যাম্পিয়ন ট্রাফি প্রদান করা হয়।

(এসআরডি/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test