E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় আদিবাসীদের বিরুদ্ধে ধান লুটের মামলা, নারীসহ গ্রেফতার ৭

২০১৮ সেপ্টেম্বর ১৫ ১৭:৪৯:৩৫
নওগাঁয় আদিবাসীদের বিরুদ্ধে ধান লুটের মামলা, নারীসহ গ্রেফতার ৭

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার চকবেনী গ্রামে শাহীন উঁড়াওয়ের নেতৃত্বে কতিপয় আদিবাসী সংঘবদ্ধ হয়ে গৃহস্থের বর্গাদারের খলিয়ান থেকে সদ্য মাড়াইকৃত ৬০ মন বর্ষালী ধান লুট করেছে। ঘটনায় বুধবার সন্ধ্যায় ওই জমির বর্গাদার আদিবাসী মহিন উঁড়াও বাদী হয়ে একই গ্রামের শাহিন উঁড়াওসহ ১৭ জন আদিবাসী নারী-পুরুষের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ১৫/১৬ জনকে আসামী করে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করেছেন। 

পুলিশ ইতোমধ্যেই এক নারীসহ ৭জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদিবাসীরা ধানগুলো তাদের নিজের জমির দাবী করলেও বৃহস্পতিবার আদালতে তাদের জমির কোন কাগজপত্র দেখাতে না পারায় আদালত গ্রেফতারকৃত নারী রিনা রানীর জামিন মঞ্জুর করলেও অপর ৬ আদিবাসীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীন চৌধূরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার ধারাবাহিকতায় শনিবার এলাকায় আবারো উত্তেজনা দেখা দেয়। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জানা গেছে, উপজেলার পিরিজপুর (গয়েশপুর) গ্রামের মোঃ হাসানুজ্জামান চৌধুরী ওরফে তামান্নার জমি বর্গা চাষ করে আসছেন আদিবাসী শ্রী মহিন উঁড়াও। এবারেও ৩বিঘা জমির বর্ষালী ধান কেটে খলিয়ানে মাড়াই করেছেন। মঙ্গলবার উত্তর চকবেনী গ্রামের শাহিন উঁড়াওয়ের নেতৃত্বে কতিপয় আদিবাসী নারী-পুরুষ নিজেদের জমির মালিকানা দাবী করে বর্গাদার মহিন উঁড়াওয়ের খলিয়ান থেকে মাড়াই করা ৬০ মন ধান লুট করে নিয়ে যায়। এসময় বর্গাদার মহিন উঁড়াও বাধা দিতে গেলে তাকে বেদম মারপিট করে আহত করে।

জমির মালিক তামান্না চৌধুরী জানান, ১৯৩০ সালে সিএস প্রজাগনের নিকট থেকে খরিদ করা জমি তারা বংশানুক্রমে ভোগদখল করে আসছেন। পরবর্তীতে এসএ ও আরএস রেকর্ডে সত্ববান হয়ে অদ্যাবধী ভোগদখল করছেন। হঠাৎ করে গত ১৯ সেপ্টেম্বর থেকে তারা ওই জমি নিজেদের দাবী করে ফসল বিনষ্টসহ লাঠি সোটা, তীরধনুসহ জমি দখলের চেষ্টা অব্যাহত রাখে।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্থানীয় থানায় অভিযোগ করা হলে উভয়পক্ষকে জমির মালিকানার কাগজপত্রসহ হাজির হতে বলা হলেও আদিবাসীরা কোন কাগজপত্র দেখাতে পারেনি। শুধু পেশী শক্তির বলে তারা জমি দখলের হুমকি দিচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আদিবাসীদের এহেন উচ্ছৃঙ্খল আচরনে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।

(বিএম/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test