E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ, পদত্যাগ দাবি

২০১৮ সেপ্টেম্বর ১৬ ১৫:১৮:৫৭
আগৈলঝাড়ায় সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ, পদত্যাগ দাবি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বশিালের আগৈলঝাড়ায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন ওই কমিটির সদস্যরা। নতুন কমিটি গঠনের দাবী জানিয়ে বর্তমান কমিটির কর্মকর্তাদের পদত্যাগও দাবি করেছেন সাধারণ সদস্যরা। 

আসন্ন দূর্গা পূজা উপলক্ষে কেন্দ্রীয় আগৈলঝাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শনিবার বিকেলে ভেগাই হালদার পাবলিক একাডেমী’র হল রুমে সংগঠনের সভাপতি সুনিল কুমার বাড়ৈ’র সভাপতিত্বে দূর্গা পূজা উদযাপন প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ্ মোঃ লিটন সেরনিয়াবাত, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপুল দাস কমিটির সদস্য দুলাল দাশগুপ্ত, অধ্যাপক (অবঃ) রনজিৎ বাড়ৈ খোকন, ডাঃ অমূল্য রতন বাড়ৈ, তারক চন্দ্র দে, অমিও লাল চৌধুরী, অনিমেষ সন্ডল প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় সদস্য ডাঃ অমূল্য রতন বাড়ৈ কমিটির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে সেচ্ছাচারিতার অভিযোগ তুলে বলেন, দুই বছর মেয়াদী কমিটি হলেও ২০১৪ সালের পরে নতুন আর কোন কমিটি গঠন করা হয়নি। তিনি কমিটির সেচ্ছাচারি নেতৃবৃন্দের পদত্যাগের দাবী আহবান করে নতুন কমিটি গঠনের প্রস্তাব দিলে সভার অধিকাংশ সদস্য তার প্রস্তাব সমর্থন করেন। এই সভায় অধ্যাপক (অবঃ) রনজিৎ বাড়ৈ খোকনকে আহবায়ক করে কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি গঠন করা হয়। সভায় জানানো হয়, গত বছরের চেয়ে একটি পূজা মন্ডপ বেড়ে এবছর উপজেলায় পাঁচটি ইউনিয়নে পূজা মন্ডপের সংখ্যা দাড়িয়েছে ১শ ৪২টি।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল কুমার বাড়ৈ সভায় সদস্যদের প্রতিক্রিয়ার সত্যতা স্বীকার করে বলেন, পূজা উদযাপনের প্রধান পৃষ্ঠপোষক স্থানীয় এমপি এলাকায় আসলে তার সাথে কথা বলে তিনি কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করবেন।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test