E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

২০১৮ সেপ্টেম্বর ১৬ ১৭:৫৩:০৪
যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

জামালপুর প্রতিনিধি : দেশের সর্ববৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী  প্রতিষ্ঠান যমুনা সার কারখানায়   উৎপাদন শুরু হয়েছে। দীর্ঘ পাঁচমাস বন্ধ থাকার পর রবিবার দুপুর ১২টা থেকে ইউরিয়া উৎপাদন চালু হয়েছে। এর আগে তিতাস গ্যাস কোম্পানী ৫ এপ্রিল কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ায় যমুনা সারকারখানার উৎপাদন বন্ধ ছিল।

জেএফসিএল সুত্র জানায়, ১৯৯১ সালে প্রতিষ্ঠার শুরু থেকেই গ্যাস সংকটের মুখে ইউরিয়া উৎপাদন করে আসছে যমুনা। গ্যাস সংকটের কারনে ঘনঘন বন্ধ হয়ে যায় যমুনার সার উৎপাদন। এ কারখানায় দৈনিক ১৭০০ মে. টন সার উৎপাদনে ৩৭০ পিএসআই চাপ গ্যাস প্রয়োজন। কয়েক বছর ধরে কারখানায় গ্যাস স্বল্পতায় ইউরিয়া উৎপাদন থেমে থেমে চলে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ ব্যহত হচ্ছে।

এদিকে তিতাস গ্যাস কোম্পানীর এক সিদ্ধান্তে ৫ই এপ্রিল বন্ধের চিঠি দিয়ে যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ফলে বন্ধ হয়ে গড়ে যমুনার সার উৎপাদন।

গ্যাস সরবরাহ চালুর দাবীতে যমুনার কর্মচারী-শ্রমিক ইউনিয়ন মানববন্ধনসহ নানা কর্মসুচি পালন করে। দাবির মুখে তিতাস গ্যাস কোম্পানী ১০ সেপ্টেম্বর গ্যাস সরবরাহ চালু করে। গ্যাস সরবরাহ চালু হওয়ায় রবিবার দুপুর থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। এখানকার উৎপাদিত সার উত্তরবঙ্গেও ১৬ জেলাসহ দেশের ২০টি জেলায় সরবরাহ হয়ে থাকে।

জেএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক শাহজাহান আলী বলেন, এলাকার অর্থনীতির চালিকা শক্তি এই ‘যমুনা সার কারখানা। দীর্ঘদিন এ কারখানায় উৎপাদন বন্ধ থাকায় কারখানার আয়ের উপর নির্ভরশীল কয়েক হাজার কুলি-মজুর, ট্রাক চালক ও দৈনিক মজুরি ভিত্তিতে শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করে আসছিল। এলাকাবাসীর বারবার আন্দোলনের মুখে অবশেষে উৎপাদন চালু হওয়ায় সবার মুখে হাসি ফুঠেছে।’

এ ব্যাপারে কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আ.ন.ম. শরিফুল ইসলাম জানান, বর্তমানে স্বাভাবিক মাত্রায় ২০ কে.জি. চাপে গ্যাস সরবরাহ রয়েছে। গ্যাসের চাপ ঠিক থাকলে ইউরিয়া উৎপাদন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test