E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক মোছলিমা আক্তার সুইটি

২০১৮ সেপ্টেম্বর ১৭ ১৫:১৮:৪৯
কাপাসিয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক মোছলিমা আক্তার সুইটি

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১০২ নং পাবুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছলিমা আক্তার সুইটি ২০১৮ সালের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।

জাতীয় শিক্ষা পদক - ২০১৮ উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের জন্য গত ১৩/৯/২০১৮, বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ১১টি ইউনিয়নের ৮ টি ক্লাস্টারের বাছাইকৃত শিক্ষকদের মধ্যে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের নেতৃত্বে গঠিত বাছাই কমিটি মোসলিমা আক্তার সুইটিকে কাপাসিয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত করেছেন।

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন-২০১৮ বাছাই কমিটির সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নীলিমা রায়হানা, উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর আব্দুর রহিম প্রমsখ।

মোছলিমা আক্তার ১৯৯৮ সালে পাক বাঘিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করে শিক্ষকতা জীবন শুরু করেন। ২০০১ সালে নাশেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে বারাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন।

২০০৯ সালে বর্তমান কর্মস্থল পাবুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। আগামী ২০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার গাজীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন বাছাই অনুষ্ঠিত হবে। এতে তিনি অংশ গ্রহন করবেন।

উল্লেখ্য, মোছলিমা আক্তার সুইটি বাঘিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মোতালিব মাষ্টারের মেয়ে। তারাগঞ্জ কলেজের রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক ও বিশিষ্ট সাংবাদিক শামসুল হুদা লিটন তাঁর স্বামী। তিনি সকলের দোয়া প্রার্থী।

(এসকেডি/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test