E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতের সাবেক ফার্স্টলেডি শুভ্রা মুখার্জীর ৭৮তম জন্মবার্ষিকী পালন

২০১৮ সেপ্টেম্বর ১৭ ১৫:৪১:০৫
ভারতের সাবেক ফার্স্টলেডি শুভ্রা মুখার্জীর ৭৮তম জন্মবার্ষিকী পালন

নড়াইল প্রতিনিধি : ভারতের বিদায়ী রাষ্ট্রপতি প্রনব মূখার্জীর স্ত্রী নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জীর ৭৮  জন্মদিন পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে ১৭ আগষ্ট (সোমবার) দুপুরে শুভ্রা মুখার্জী ’র মামাবাড়ি নড়াইলে সদরের তুলারামপুর আশার আলো মহাবিদ্যালয়ে জন্মদিনের আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মদিনের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান এড.সোহরাব হোসেন বিশ্বাস।

নড়াইল জেলা আইনজীবি সমিতির সভাপতি এড.গোলাম নবীর সভাপতিত্বে জন্মদিনের আলোচনা করেন জেলা বারের সাধারন সম্পাদক এড,পরিতোষ কুমার বাগচী, শুভ্রা মুখার্জীর ভাই কানাই লাল ঘোষ ও মামাতো ভাই কার্তিক ঘোষ।

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি ১৯৪০ সালের ১৭ সেপ্টেম্বর নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম অমরেন্দ্রনাথ ঘোষ, মা মীরা রানী ঘোষ। শৈশবকালে তুলারামপুর গ্রামে মামাবাড়ি থেকে চাচড়া প্রাথমিক বিদ্যালয়ে তৃত্বীয় শ্রেণী পর্যন্তু লেখাপড়া করেন।

এরপর থেকে তিনি ভারতে গিয়ে লেখাপড়া শুরু করেন। ৯ ভাই-বোনের মধ্যে শুভ্রা ছিলেন দ্বিতীয়। দেশ স্বাধীনের পর নাড়ির টানে ১৯৯৫ সালে মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে শুভ্রা বেড়াতে এসেছিলেন নড়াইলে। ২০১৩ সালের ৫ মার্চ ভারতের রাষ্ট্রপতি প্রনব মুখার্জী তিনদিনের সফরে বাংলাদেশে এসে স্ত্রী শুভ্রা মুখার্জীকে নিয়ে শ্মশুরাড়ি নড়াইলের ভদ্রবিলা গ্রামে বেড়াতে আসেন।

২০১৫ সালের ১৮ আগষ্ট ৭৫ বছর বয়সে ভারতের আর্মি হসপিটাল (রিসার্চ অ্যান্ড রেফারেল) হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test