E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তালতলীতে কিশোরী নির্যাতন, মামলার পর হুমকি

২০১৮ সেপ্টেম্বর ১৭ ১৮:০৯:৪১
তালতলীতে কিশোরী নির্যাতন, মামলার পর হুমকি

আমতলী (বরগুনা) প্রতিনিধি : প্রবাসী স্বামীর কিশোরী ভাগ্নিকে এক বছর ধরে গৃহে আটকে জোরপূর্বক গৃহপরিচারিকার কাজে বাধ্য করেছেন মামী। বিভিন্ন সময়ে তার উপর যৌন নির্যাতন চালিয়েছে অভিযুক্ত সেই মামীর নেশাগ্রস্থ দুই ভাই ও তাদের বখাটে বন্ধুরা। আর এসবে সম্মত না হলেই তার উপর চালানো হয়েছে পাশবিক নির্যাতন। নির্যাতনের স্বীকার হয়ে মামাবাড়ি থেকে পালিয়ে এলে তার বিরুদ্ধে চুরির ঘটনা সাজিয়ে দেয়া হয়েছে মিথ্যে অপবাদ। এ ঘটনায় আদালতে মামলা দায়েরের পর অব্যাহত হুমকীতে রয়েছে ভুক্তভোগী পরিবার। 

ঘটনাটি ঘটেছে বরগুনা জেলার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের মনসাতলী গ্রামের প্রবাসী ইসমাইল তালুকদারের বাড়িতে। ইসমাইল তালুকদারের ভাগ্নি নির্যাতিত ওই কিশোরীর বাড়ি বরগুনা সদর উপজেলায়। তার বাবা একজন দরিদ্র দিনমজুর। দারিদ্রের কারণে একমাত্র কিশোরী কন্যার লেখাপড়া চালাতে অসামর্থ হওয়ায় মামীর অনুরোধে পঁচাকোড়ালিয়া ইউনিয়নের মনসাতলী গ্রামে মামার বাড়িতে লেখাপড়া করাতে পাঠিয়েছিলেন নির্যাতিতার দরিদ্র বাবা-মা। কথাছিলো কিশোরী কন্যাকে লেখাপড়া শিখিয়ে ভাল পাত্র দেখে বিয়ের ব্যবস্থা করবেন মামী।

এ ঘটনায় বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামী লিপি বেগম (৪০) ও তার ভাই নান্নু তালুকদারসহ চারজনকে আসামী করে মামলা দায়ের করেছেন নির্যাতিত কিশোরীর মা রোকেয়া বেগম (মামলা নং ৪৯০/১৮)। দুই কার্য দিবসের মধ্যে মামলা গ্রহন করে এফআইআর রেকর্ড সংক্রান্ত প্রতিবেদন এবং আগামী ২৭ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তালতলী থানার ওসিকে আদেশ দিয়েছে আদালত।

নির্যাতনের শিকার কিশোরী ও ভুক্তভোগী বাবা-মা ও মামলাসূত্রে জানা গেছে, নির্যাতিত ওই কিশোরীর মামা ইসমাইল তালুকদার মালয়েশিয়ায় শ্রমিকের কাজ করেন। তার অনুপস্থিতিতে তারই বাড়িতে স্ত্রী লিপি বেগমের আশ্রয় ও প্রশ্রয়ে তারই দুই ভাই নান্নু তালুকদার ও রাসেল তালুকদার স্থানীয় নেশাগ্রস্থ বখাটে যুবকদের নিয়ে ওই বাড়িতে নিয়মিত আড্ডা জমাত। এক পর্যায়ে প্রবাসী ইব্রাহিম মিয়ার ওই বাড়ি স্থানীয় মাদকাসক্তদের অভয়াশ্রমে পরিনত হয়।

বিভিন্ন সময়ে বখাটে ওই চক্রটি নির্যাতিত ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষন করে। যৌন নির্যাতনের এসব ঘটনা গৃহকর্ত্রী লিপি বেগমকে জানালেও তিনি কোন প্রতিকার না করে উল্টো মারধর করেন ওই কিশোরীকে। অনোন্যপায় হয়ে জীবন বাঁচাতে গত ২৩ আগষ্ট ওই বাড়ি থেকে পালানোর চেষ্টা করে ধরা পড়ে যায় সে। তাকে পূণরায় আটক করে ঘর থেকে পালিয়ে যাওয়ার অপরাধে বেদম মারধর করেন গৃহকর্তী লিপি বেগম।

এ ঘটনায় ২৯ আগষ্ট বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে লিপি বেগমসহ চারজনকে আসামী করে মামলা দায়ের করেন নির্যাতিত কিশোরীর মা । মামলার অভিযোগ আমলে নিয়ে এফআইআর রেকর্ড সংক্রান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিলসহ আগামী ২৭ নভেম্বরের মধ্যে পূর্ণ তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন আদালত।

এ বিষয়ে নির্যাতিত কিশোরীর মা বলেন, তার ভাই ইসমাইল তালুকদারের স্ত্রী লিপি বেগম একজন খারাপ চরিত্রের মানুষ। লিপি বেগমের ভাই নান্নু তালুকদার ও রাসেল তালুকদার বখাটে ও নেশাগ্রস্ত। একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় তারা দীর্ঘদিন ধরে মামক বাণিজ্যসহ নানা অপরাধ সংগঠিত করে আসছে। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে না নিলে হামলা, মামলা ও হত্যার হুমকি দিয়ে আসছে তারা। তাদের ভয়ে একরকম ভীতসন্ত্রস্থ সময় পাড় করছি আমরা।

এ বিষয়ে অভিযুক্ত লিপি বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘প্রতিবেশীদের ষড়যন্ত্র ও সহায়তায় ওই কিশোরী তার ঘরের বিভিন্ন মালামাল ও টাকা পয়সা চুরি করেছে। ষড়যন্ত্রকারীরা তার বিরুদ্ধে এসব মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।’

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এ বিষয়ে কেউ কখনো থানায় মামলার জন্য আসেনি। তিনি আরো বলেন, আদালতের আদেশে পেয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

(এন/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test