E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে সরকারি মেডিকেলের দাবিতে সংগঠনগুলোর বিভক্ত কর্মসূচি 

২০১৮ সেপ্টেম্বর ১৭ ১৮:৪৯:৩৩
মৌলভীবাজারে সরকারি মেডিকেলের দাবিতে সংগঠনগুলোর বিভক্ত কর্মসূচি 

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড ওয়াটস আপ ক্যাম্পেইন ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ নামে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবিতে গত কয়েক মাস যাবত সমস্থ রাজনৈতিক মতের উর্ধ্বে উঠে একই ফ্লাটফর্মে বিভিন্ন কর্মসূচি পালন করলেও পরবর্তিতে বিভক্তি দেখা দেয় এনিয়ে আন্দোলনরত সামাজিক সংগঠনগুলোর মধ্যে। 

এবার প্রকাশ্যে এ দাবির পক্ষে সচেতন নাগরিক ফোরাম (সনাফ) মৌলভীবাজার নামে একটি সংগঠন হরতাল এর মত কঠোর কর্মসূচির ঘোষণা দেয়ায় আরেক পক্ষ জনসচেতনতা মূলক কর্মসূচি দিয়েই দাবি আদায়ের পক্ষে সোচ্ছার হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এমন বিভক্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা করতে দেখা গেছে অনেককে। এমন বিভক্তির কারনে কতটা সম্ভব জেলাবাসীর যৌক্তিক দাবি সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়ন এমন প্রশ্ন সাধারণ মানুষের।

এদিকে সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবিতে আজও গণস্বাক্ষর কর্মসৃচি পালিত হয়েছে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মকবুল হোসেন খান গণস্বাক্ষর কর্মসূচির সূচনা করেন । মৌলভীবাজার মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড ওয়াটস আপ ক্যাম্পেইন ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর যৌথ উদ্যােগে ও মৌলভীবাজার এম এ জি স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন মমরুজপুর এর যৌথ আয়োজনে প্রায় ৮শত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ গনসাক্ষর কর্মসূচিতে অংশ্রগহন করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর আহবায়ক ডা: সাদিক আহমদ, সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ, নাট্যব্যক্তিত্ব ও সংগঠক খালেদ চৌধুরী,শহীদ জিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আহমেদ, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রমুখ ।

অপরদিকে জেলায় সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে আরেকটি সামাজিক সংগঠন সচেতন নাগরিক ফোরাম (সনাফ) মৌলভীবাজার। এনিয়ে সামজিক যোগাযোগ মাধ্যম জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝর। জানা যায়, সামাজিক আন্দোলনে রাজনৈতিক কর্মসূচী দেয়ায় এমন সমালোচনা এবং বিভক্তি।

কর্মসূচিকে ঘীরে সংগঠনটির পক্ষ থেকে সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে হরতালের ঘোষনা দেন সংগঠনটির নেতারা । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয় আগামী ১৯ সেপ্টেম্বর বুধবার ভোর ৬ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত জেলা শহরে দাবি আদায়ের লক্ষে অর্ধদিবস সর্বাতœক হরতাল কর্মসুচী পালনের।

লিখিত বক্তব্য সংগঠনের সভাপতি ও সাবেক ইউ,পি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক বলেন, দীর্ঘ দিন থেকে এ জেলায় সরকারি মেডিকেল কলেজের দাবিতে আন্দোলন হচ্ছে। কিন্তু সংশ্লিষ্টদের ঠনকই নড়ছেনা। তাই আমরা ধীরে ধীরে কটোর আন্দোলনের দিকে ধাবিত হতে বাধ্য হচ্ছি। এ জেলায় চা, আগর-আতর, রাবার ও পর্যটন শিল্প এবং প্রবাসী অধ্যুষিত জেলার ২৫ লক্ষ মানুষের প্রাণের দাবি সরকারি মেডিকেল কলেজের। কিন্তু পাশ্ববর্তী জেলায় সরকারি মেডিকেল কলেজ হলেও আমাদেরকে এই নায্য দাবি ও অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি বলেন অবিলম্বে জেলায় সরকারী মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবি জানাচ্ছি। অন্যতায় জেলাবাসী রাজপথে থেকে দূর্বার আন্দোলনের মাধ্যমে দাবি বাস্তবায়নে বাধ্য করবে।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সচেতন নাগরিক ফোরাম (সনাফ) সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, মতিউর রহমান শিমুল, তোয়াহিদ আহমদ, মুনাইম কবির, শাহান আহমদ, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ

এদিকে সচেতন নাগরিক ফোরামের এমন কঠোর কর্মসূচীর প্রেক্ষাপটে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সংবাদ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন মৌলভীবাজার মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবীতে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর নেতারা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় জেলায় সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়নের লক্ষে সংগঠনটি দীর্ঘদিন যাবত মানবন্ধন, সেমিনার, স্মারকলিপি প্রদান,স্কুল-কলেজসহ সর্বস্থরের মানুষের অংশগ্রহনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে যাচ্ছে।

ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মেডিকেল কলেজ স্থাপনের দাবীর যৌক্তিকতা উপলব্দি করে এর বাস্তবায়নে আশ্বাস প্রদান করেছেন এবং জেলা আওয়ামলীগের নেত্রীবৃন্দ, পৌর মেয়র সহ অন্যান্য নের্তৃবৃন্দ স্বাস্থ্যমন্ত্রীর সাথে এ ব্যাপারে দেখাও করেছেন। আমরা আশাঁবাদি অচিরেই সরকার মৌলভীবাজারে মেডিকেল কলেজ ঘোষণা করবেন।

আমাদের চলমান গণস্বাক্ষর কর্মসূচিতে হাজার হাজার মানুষ স্বাক্ষর প্রদান করে বিষয়টির প্রতি সোচ্চার হচ্ছে। এমতাবস্তায় আমরা কোন হরতাল-অবরোধ কর্মসূচি পালন করছি না। এতে জনগণের দূর্ভোগ বাড়বে এবং আমাদের চলমান আন্দোলনে উচ্চ পর্যায়ে বিভ্রান্তি সৃষ্ঠি হবে। তাই আমাদের শান্তিপূর্ণ ও অহিংসু কর্মসূচি পালনে আপনাদের সর্বাত্তক সহযোগিতা কামনা করছি।

(একে/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test