E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

২০১৮ সেপ্টেম্বর ১৯ ১৪:৫০:৫৪
ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : চলন্ত ট্রেন হতে নামতে গিয়ে ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে আল আমিন শেখ (২২) নামে যুবকের মৃত্যু হয়েছে। ঢাকা হতে ছেড়ে আসা লালমনিরহাট গামী ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি ঈশ্বরদী বাইপাস ষ্টেশন অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটেবেল খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ নিশ্চিত করেছে। নিহত যুবক ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল সরদারপাড়া গ্রামের আব্দুর রাকিব খাঁন এর ছেলে। তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন।

পাকশী বিভাগীয় রেলওয়ে কন্ট্রোলার শহিদুল ইসলাম প্রিন্স জানান, নির্ধারিত সময় থেকে প্রায় ৫ ঘণ্টা দেরীতে চলাচল করছে লালমনিরহাট গামী লালমনি এক্সপ্রেস। ঈশ্বরদী বাইপাসে স্টপেজ না থাকায় ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে থামেনি। ষ্টেশন অতিক্রম করার সময় ট্রেনের গতি কম থাকায় ঝুঁকি নেয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ওই ট্রেনেই কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান আল আমিন। এসময় তার শরীর দ্বিখন্ডিত হয়।

বাঘইল এলাকার বাসিন্দা আরিফুল রহমান রোকন বলেন, আল আমিন কাঠের নকশা ও কারুকাজের কাজ করতেন। আগামী শুক্রবার বন্ধু শিপলুর বিয়ে উপলক্ষে সে বাড়িতে ফিরছিলেন। বাবার অবর্তমানে ভাই বোন ও মায়ের দেখাশুনার জন্য তিনি ছিলেন একমাত্র কর্মক্ষম ব্যাক্তি। তাঁকে হারিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে গেল।
এদিকে এ দুর্ঘটনার কারণে ঈশ্বরদী বাইপাস স্টেশনের উপর দিয়ে চলাচলকরাী যাত্রী বাহী দু’টি আন্তঃনগর ট্রেন, পাবনা হতে ছেড়ে আসা রাজশাহী গামী আন্তঃনগর ‘পাবনা এক্সপ্রেস’ ও রাজশাহী হতে ছেড়ে আসা ঢাকাগামী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ চলাচলে প্রায় ৩০ মিনিট দেরি হয়।

এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবির দত্ত জানান, ঈশ্বরদী বাইপাস স্টেশনের ১নং নম্বর প্লাটফর্মে দুর্ঘটনা ঘটায় ট্রেন চলাচল কিছুটা বিঘ্নিত হয়। পরিবারের পক্ষ হতে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত করা হয়েছে।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test