E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আত্রাইয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান

২০১৮ সেপ্টেম্বর ২০ ১৮:০০:৪৭
আত্রাইয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান

নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার বেলা ১২টায় আত্রাই উপজেলা অডিটরিয়াম হল রুমে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানালেন নওগাঁর পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন।

মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও ইভটিজিং মুক্ত সমাজ গঠন করতে পারলে অচিরেই বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। উন্নত সমাজ ও রাষ্ট্র গঠন করতে তাদেরকে ভুমিকা নিতে হবে। সমাজের অপরাধ দমনে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। সড়ককে নিরাপদ রাখতে সকল শ্রেণীর মানুষকে ট্রাফিন আইন মেনে চলার উপরও গুরুত্বারোপ করেন তিনি।

আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ মোবারক হেসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম প্রমুখ।

(বিএম/এসপি/সেপ্টেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test