Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

বাগেরহাটে এবার ৬০৮ মন্ডপে দূর্গা পূজা

২০১৮ সেপ্টেম্বর ২০ ১৮:২৬:৪৫
বাগেরহাটে এবার ৬০৮ মন্ডপে দূর্গা পূজা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে এবছর ৬শ’ ৮টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। 


বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমুলক মতবিনিময় সভায় এতথ্য জানানো হয়। বৃহস্পতিবার দুপুরে এই মতবিনিময় সভায় জেলা ও উপজেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাগন অংশ নেন। আগামী ৯ অক্টোবর মহালয়ার মধ্যে দিয়ে শারদীয় দূর্গোৎসবের শুভ সূচনা হবে। দেবীদূর্গা এবছর ঘোড়ায় চড়ে আসবেন, আর যাবেন দোলায় চড়ে । ১৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবর দূর্গাপূজা চলবে।

বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহীন হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. কামরুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বালুল সরদার, সাধারণ সম্পাদক অবনিশ চক্রবর্তী সোনা বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক বলেন, গতবারের তুলনায় এবার পূজা মন্ডপগুলোতে বারতি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রীক কোন অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে। সেজন্য প্রতিটি দূর্গা পূজা মন্ডপের আয়োজকদের সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানে কোন প্রকার ব্যাঘাত না ঘটে সেদিকে সকলকে লক্ষ রাখতে হবে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, এবার বাগেরহাটে ৬০৮টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। পুলিশ বাহিনীর সাথে আনসার সদস্যরা সার্বক্ষনিক এসব মন্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পাশাপাশি শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভ্রাম্যমান টহল টিম থাকবে। এছাড়া পূজা মন্ডপের নিজস্ব স্বেচ্ছা সেবক থাকবেন, তারা নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সহযোগিতা করবে।

(এসএকে/এসপি/সেপ্টেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

২০ জুন ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test