E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ ৪ দস্যু আটক

২০১৪ জুলাই ১৬ ১৫:১০:০৫
সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ ৪ দস্যু আটক

মংলা প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের পশ্চিম ঢাংমারী এলাকা থেকে বুধবার সকালে বনদস্যু রাঙ্গা বাহিনীর দু’সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশি পাইপগান। এদিকে ওই এলাকা হতে মঙ্গলবার রাতে একই দস্যু বাহিনীর অপর দুই সদস্যকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

কোস্ট গার্ড, পুলিশ ও এলাকাবাসী জানায়, সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু রাঙ্গা বাহিনীর সশস্ত্র সদস্যরা বন সংলগ্ন ঢাংমারী এলাকার লোকালয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড পশ্চিম জোনের (মংলা) সদস্যরা। এ সময় অভিযানকারীরা রাঙ্গা বাহিনীর সদস্য মামুন (২৮) ও হান্নান (৩০) কে একটি দেশি তৈরি পাইপগান সহ আটক করে।

আটক দস্যুদের বাড়ী বাগেরহাটের রামপালে বলে জানায় কোস্ট গার্ড। এদিকে মঙ্গলবার গভীর রাতে রাঙ্গা বাহিনীর অপর দুই সদস্যকে ঢাংমারী এলাকায় থেকে আটক করে গণধোলাই দিয়ে দাকোপ থানা পুলিশে দিয়েছে পশ্চিম ঢাংমারীর গ্রামবাসী। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজি আইনে মামলা দায়েরের পর বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

(এএইচএস/জেএ/জুলাই ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test