E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাঙ্গায় দু‘পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০

২০১৪ জুলাই ১৬ ১৫:২০:৩৯
ভাঙ্গায় দু‘পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় নির্মাণাধীন রেল রাস্তায় বালু ভরাটের কর্তৃত্ব নিয়ে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর সমর্থকদের সাথে স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সমর্থকদের সংঘর্ষ হয়।

সংঘর্ষ থামাতে পুলিশ ৫৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে ভাঙ্গা থানার দুই উপ পরিদর্শকসহ ৩ পুলিশ আহত হয়। দুই পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। এদের মধ্যে ২ জন গুলিবিদ্ধ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। সংঘর্ষে একটি বাড়ি ও তিনটি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গায় নতুন রেললাইনের নির্মাণ কাজ চলছে। রেল রাস্তায় বালু ভরাটের কাজের কর্তৃত্ব নিয়ে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর সমর্থক ও ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাজ্জাক ফকিরের সাথে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থক ও ভাঙ্গার তুজারপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ওবায়দুর রহমান শরীফ এর বিরোধ চলছিল।

এই বিরোধকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার ওবায়দুর রহমান শরীফ এর পক্ষের কামাল হোসেনের মোটরসাইকেল ভাংচুর করে রাজ্জাক ফকিরের পক্ষের লোকজন। এর পর মঙ্গলবার দিবাগত রাতভর দুই পক্ষ ঢাল, সড়কি, রামদা, ইটপাটকেল নিয়ে সংঘটিত হয়। বুধবার সকাল ৮টার দিকে রাজ্জাক ফকিরের পক্ষে তার গ্রাম ভাঙ্গার হামিরদী ইউনিয়নের গজারিয়া গ্রামের লোকজন ও ওবায়দুর শরীফের পক্ষে তার গ্রাম ভাঙ্গার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এই সময় দোকানপাঠ, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ থামাতে ৫৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

রাজ্জাক ফকির জানান, সংঘর্ষে ওবায়দুর শরীফের লোকজন ভাঙ্গার গজারিয়া ও জান্দী গ্রামের মধ্যবর্তী নওয়াপাড়া মোড়ে তার তিন সমর্থক ওলিয়ার, রুবেল, ইয়াছিনের দোকান ভাংচুর ও লুটপাট করে। জান্দী গ্রামে বাবুল শেখের বাড়ি ভাংচুর ও লুটপাট করে ওবায়দুর শরীফের লোকজন।

অন্যদিকে ওবায়দুর শরীফ দাবি করেন সংঘর্ষে তার পক্ষের ৫ জন গুলিবিদ্ধ। এর মধ্যে গুরুতর আহত ওয়াদুদ মাতুব্বর (২৭) কে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। বাকিরা ফরিদপুরে চিকিৎসা নিচ্ছে।
ফরিদপুর মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, ভাঙ্গার সংঘর্ষে জামাল হোসেন (৩৬), মোজাম্মেল মাতুব্বর (৩০) নামক দুই জন গুলিবিদ্ধ অবস্থায় উক্ত হাসপাতালে ভর্তি হয়েছে।

ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন ভাঙ্গা থানার উপপরিদর্শক আবুল হাসান, লিয়াকত আলী ও কনস্টেবল শহিদুজ্জামান।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, রেললাইনে বালু ফেলানোর ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

(এডি/জেএ/জুলাই ১৬, ২০১৪)


পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test