E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে শিক্ষার্থীদের ডাকে ঘুম ভাঙলো শিক্ষিকার 

২০১৮ সেপ্টেম্বর ২২ ১৮:২৫:৫৮
উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে শিক্ষার্থীদের ডাকে ঘুম ভাঙলো শিক্ষিকার 

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে জনৈক শিক্ষিকা ঘুমিয়ে পড়ার বহুল আলোচিত ঘটনার এক বছর হতে না হতেই আবারো উপজেলা চেয়ারম্যান একজন শিক্ষিকাকে শনিবার শ্রেণিকক্ষে ঘুমন্ত অবস্থায় পান।

উপজেলার কসকনকপুর ইউনিয়নের কসকনকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা খালেদা বেগম তৃতীয় শ্রেণিতে ক্লাস নেয়ার সময় শ্রেণিকক্ষে ঘুমিয়ে পড়েন। বিদ্যালয় পরিদর্শনে গিয়ে উপজেলা চেয়ারম্যান এ দৃশ্য দেখতে পান। শ্রেণির শিক্ষার্থীদের ডাকে ঘুম ভাঙ্গে ঐ শিক্ষিকার।

উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ জানান, শনিবার তিনি উপজেলার ১৪টি বিদ্যালয় পরিদর্শণ করেন। দুপুর একটায় কসকনকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শণে গেলে বিদ্যালয়ের আঙ্গিনা সংশ্লিষ্ট সড়ক থেকেই দেখতে পান শ্রেণিকক্ষে একজন শিক্ষিকা ঘুমিয়ে আছেন।

উপজেলা চেয়ারম্যান শ্রেণি কক্ষে প্রবেশ করলে শিক্ষার্থীদের ‘ম্যাডাম ম্যাডাম’ ডাকে ঘুম ভাঙ্গে শিক্ষিকার। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি বলেন শ্রেণিকক্ষে পাঠদানের পরিবর্তে ঘুমিয়ে পরা চরম দায়িত্বহীনতা। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শ্রেণিকক্ষে ঘুমিয়ে পরার অপরাধ স্বীকার করে শিক্ষিকা খালেদা বেগম বলেন ‘ আমার মাথা ব্যথার কারণে শিক্ষার্থীদের লিখতে দিয়ে ৫ মিনিট বিশ্রাম নিচ্ছিলাম। তিনি উপজেলা চেয়ারম্যানের কাছে এ জন্য ক্ষমাও প্রার্থণা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ তাপাদার বলেন, ঐ শিক্ষিকার অসুস্থতার জন্য কোনো আবেদন দেননি। তবে সহকর্মীদের সাথে তার অসুস্থার বিষয়টির তিনি আলাপ করেছেন। শ্রেণি কক্ষে ঘুমিয়ে পরার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(এসপি/এসপি/সেপ্টেম্বর ২১, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test