E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় স্থায়ী বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

২০১৪ জুলাই ১৬ ১৫:৫০:২১
পাথরঘাটায় স্থায়ী বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য মানববন্ধন করেছে পদ্মা ও রুহিতা গ্রামের ৫ শতাধিক মানুষ। বুধবার বেলা ১১টার দিকে পৌর শহরের রাসেল স্কয়ারের সন্মুখে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পানিসম্পদ মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলার রুহিতা ও পদ্মা এলাকার বাসিন্দাদের সংগঠন ‘রিফেকশন অ্যাকশন’ এর উদ্যোগে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন মোল্লা, সদর পাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ইউপি সদস্য কালাম, জয়নব বিবি ও খলিলুর রহমানসহ সদর পাথরঘাটা ইউনিয়নের ৫ শতাধিক স্থানীয় বাসিন্দা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পাথরঘাটা সদর ইউনিয়নের বলেশ্বর নদ সংলগ্ন ৪০/১ পোল্ডারে ৭৫০ ফুট বাঁধ ভেঙ্গে জোয়ারে প্লাবিত হয়ে অন্তত ১২টি গ্রামের ১০ হাজার মানুষের জীবন ও জীবিক হুমকির মধ্যে পড়েছে। এছাড়াও রুহিতা এলাকায় বিষখালী নদ সংলগ্ন বেঁড়িবাধের অন্তত ৯০০ ফুট বাঁধ ভেঙ্গে যায়। মানববন্ধনে ক্ষতিগ্রস্থরা বলেন, জনপ্রতিনিধিরা শুধু আমাদের আশ্বস্ত করে কিন্তু কোনো কাজের কাজ হয় না। আমরা সব সময়ই ক্ষতিগ্রস্থ হই।

(এমএইচ/জেএ/জুলাই ১৬, ২০১৪)


পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test