E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে : ভূমিমন্ত্রী

২০১৮ সেপ্টেম্বর ২৫ ১৬:০৫:৪৪
সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে : ভূমিমন্ত্রী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেয়ার আহব্বান জানিয়েছেন।

মঙ্গলবার ঈশ্বরদীর বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মত বিনিময়কালে মন্ত্রী বলেন, জনগণের অব্যাহত সমর্থনের মাধ্যমে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে, ২০২৪ সালের মধ্যে পরিপূর্ণ উন্নয়নশীল দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গঠন করা হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ইতোমধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনে দেয়া অঙ্গীকারসমূহ বাস্তবায়ন করেছে। ঈশ্বরদী ও আটঘোড়িয়ায় রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা-মন্দির নির্মাণ, অবকাঠামো উন্নয়নসহ এই দুটি এলাকায় শতভাগ বিদ্যুত নিশ্চিত করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে।

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায় মন্ত্রী শরীফ আরো বলেন, ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আগামী দিনেও সবার অব্যাহত সহযোগিতা ও সমর্থন প্রয়োজন। আগামী নির্বাচন কিছু দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। এখন থেকেই সকলকে তৈরি হতে হবে। নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় ভোট দানে জনগণকে উৎসাহিত করে আওয়ামী লীগের বিজয় অর্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করুন।

এসময় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্নাসহ সকল কমিটির নেতা ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test