E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে আধুনিক পদ্ধতিতে ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ

২০১৪ জুলাই ১৬ ১৭:২৫:২০
শেরপুরে আধুনিক পদ্ধতিতে ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ

শেরপুর প্রতিনিধি : আমন মৌসুমে আধুনিক পদ্ধতিতে ধান চাষের ওপর শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকদের দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ বুধবার শেষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ওয়ার্ল্ডভিশন নালিতাবাড়ী এডিপি এ প্রশিক্ষণের আয়াজন করে।

বাতকুচি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে স্থানীয় ‘জীবনের আলো বহুমুখী সমবায় সমিতি’র সদস্য ও এলাকার ৩০ জন কৃষক অংশগ্রহণ করে। এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা তাদের লদ্ধ জ্ঞান প্রয়োগ করে ধান উৎপাদন বৃদ্ধি করে তাদের আয় বৃদ্ধি করতে পারবে। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফ ইকবাল, সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা এস এম মোস্তফা আলী, ওয়ার্ল্ড ভিশনের কৃষিবিদ রবিউল আওয়াল, সিবিওএফ শাহ আলম প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশনের নালিতাবাড়ী এডিপি দীর্ঘদিন যাবৎ স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগীতায় এলাকায় কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে।

(এইচবি/জেএ/জুলাই ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test