E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে বেইলী ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে

টাংগাইল-আরিচা আঞ্চলিক মহাসড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

২০১৮ সেপ্টেম্বর ২৬ ১৫:২৯:৫৯
টাংগাইল-আরিচা আঞ্চলিক মহাসড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি : টাংগাইলের নাগরপুরে বেইলী ব্রিজ ভেঙ্গে একটি ড্রাম ট্রাক খালে পড়ে গেছে। এ ঘটনায় টাংগাইল-আরিচা আঞ্চলিক মহাসড়ক দিয়ে ঢাকা এবং বৃহত্তর ফরিদপুরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

জানা যায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে বালি ভর্তি একটি ট্রাক উপজেলার ভালকুটিয়া যাওয়ার পথে টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কের বারাপুষা বাজার সংলগ্ন উত্তর পাশে খালের উপর নির্মিত বেইলী ব্রিজের উপর উঠলে ব্রিজ ভেঙ্গে ট্রাকটি খালে (পানিতে) পড়ে যায়। এতে কোন হতাহতের খবর জানা যায়নি। ব্রিজ ভেঙ্গে পড়ায় টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়ে যান চলাচল বন্ধ হয়ে পথচারীদের যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। অতিদ্রুত ব্রিজটি মেরামত করা না হলে জনজীবন ও যাতায়াত ব্যবস্থা স্থবির হয়ে পরবে।

নাগরপুর ফায়ার সাভিস জানায়, আমরা সেখানে কোন হতাহতের খবর পাইনি। আমাদের ডুবুরি দল খালে নেমে সার্চ করে ড্রাউভার ও হেলপারের পোষাক উদ্ধার করে।

টাংগাইল সড়ক ও জনপদ বিভাগের জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিমুল এসহানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কে বারাপুষা নামকস্থানে বেইলী ব্রিজ ভেঙ্গে একটি ট্রাক খালে পড়ার সংবাদ শুনেছি। স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে খাল থেকে ট্রাকটি উদ্ধার করে অতিদ্রুত ব্রিজটি মেরামত করে যানচলাচলের ব্যবস্থা করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, টাঙ্গাইল- আরিচা আঞ্চলিক মহাসড়কের বারাপুষা নামকস্থানে খালের উপর নির্মিত ব্রিজ ভেঙ্গে একটি ট্রাক খাদে পড়ার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্রিজটি অতিদ্রুত মেরামত করার জন্য জেলা নির্বাহী প্রকৌশলীকে তাগিদ দেয়া হয়েছে।

(আরএসআর/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test