E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে ৬০০ মন্ডপে চলছে দুর্গা পূজার আয়োজন

২০১৮ সেপ্টেম্বর ২৬ ১৫:৫৫:১৯
বরিশালে ৬০০ মন্ডপে চলছে দুর্গা পূজার আয়োজন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের সাথে বরিশালেও চলছে ব্যাপক প্রস্তুতি। বরিশাল নগর ও জেলার দশটি উপজেলার অধিকাংশ মন্দিরে চলছে প্রতিমা তৈরীর কাজ। একইসাথে মন্দিরের সাজসজ্জা, ধোয়া-মোছা, তোরণ ও প্যান্ডেল নির্মানের কাজ চলছে।

বরিশালে এবার ছয়শ’ মন্ডপে শারদীয় দুর্গা পূজার আয়োজন চলছে। এরমধ্যে জেলার দশটি উপজেলায় ৫৬২টি এবং মহানগরে ৩৮টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক স্বপন কর জানান, প্রতিবছরের ন্যায় এবারও জেলা ও বিভাগের মধ্যে সবচেয়ে বেশী পূজা অনুষ্ঠিত হবে আগৈলঝাড়া উপজেলায়।

ওই উপজেলায় ১৪৭টি মন্ডপ, উজিরপুরে ১১১টি, গৌরনদীতে ৮২টি, বাকেরগঞ্জে ৭২টি, বানারীপাড়ায় ৫৮টি, মেহেন্দিগঞ্জে ২৪টি, বাবুগঞ্জে ২৩টি, মুলাদীতে ১১টি, হিজলায় ১৪টি এবং বরিশাল সদর উপজেলায় ২১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। অপরদিকে বরিশাল মহানগরে সার্বজনীন ৩৩টি মন্ডপে এবং পাঁচটি ব্যক্তিগত মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test