E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জনপ্রিয়তায় সবার শীর্ষে দুলাল 

২০১৮ সেপ্টেম্বর ২৬ ১৮:৫১:৩৭
জনপ্রিয়তায় সবার শীর্ষে দুলাল 

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নিজ দলের নেতাকর্মী সমর্থকদের বাইরেও সাধারণ কৃষক শ্রমিক জনতাসহ অন্যান্য দলের অনেক নেতাকর্মীর কাছেই সবার প্রিয় নেতা মোঃ দেলোয়ার হোসেন ভূঞা দুলাল এখন জনপ্রিয়তায় সবার শীর্ষে অবস্থান করছেন।

চলতি বছরের গত জুন মাস থেকে শুরু করে এ রিপোর্ট লিখা পর্যন্ত নেত্রকোনা-৩ আটপাড়া-কেন্দুয়া নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মী সমর্থক সহ কৃষক শ্রমিক জনতা এবং অন্যান্য দলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই এ তথ্য ওঠে আসে।

বর্তমানে তিনি কেন্দুয়া উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও নেত্রকোনা জেলা বিএনপির সহ-সভাপতি সহ কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

মোঃ দেলোয়ার হোসেন ভূঞা যার নেশা ও পেশাই মানুষের কল্যান ও জনসেবায় নিজেকে জড়িয়ে রাখা। উদারপন্থী এই নেতা কেন্দুয়া উপজেলা বিএনপির তিন বারের সাধারন সম্পাদক। প্রথম বারের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই দলে নেতাকর্মী ও সমর্থকদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে। অনেকের মতে নেতাকর্মী ও সমর্থকদের সমর্থন বাড়ার পেছনে কারণ একটাই, তিনি সবার সঙ্গেই সৎভাব ও ভাল আচার আচরণের ক্ষেত্রে কোন কার্পন্যতা করেন না।

নেত্রকোনা-৩ আটপাড়া-কেন্দুয়া আসনের নির্বাচনী এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। সকল শ্রেণি পেশার মানুষের সঙ্গে একটা ঘনিষ্ট যোগাযোগ রয়েছে তার। নিজ দলের বাইরেও আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে তাকে নিয়ে কঠিন হিসাব নিকাশ চলছে। যদি তিনি বিএনপির মনোনীত প্রার্থী হন সে ক্ষেত্রে আওয়ামীলীগের প্রার্থীর সঙ্গে তার তুমুল লড়াই হবে। এ আলোচনাই এখন সবার মুখে মুখে ফিরছে। তার জনপ্রিয়তা এখন সবার শীর্ষে রয়েছে, এ দাবিই করছেন দলের নেতাকর্মী সমর্থক ও সাধারণ কৃষক, শ্রমিক, জনতাও।

দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে তিনি জনসেবার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এই জনসেবা করতে গিয়ে কখনো তিনি জনগণের কাছ থেকে অবাঞ্ছিত ফলাফল পাননি। মোঃ দেলোয়ার হোসেন ভূঞা তার রাজনীতির ও জনসেবার এই পথ পরিক্রমায় দুই বার কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর পর নির্বাচিত হন কেন্দুয়া পৌরসভার মেয়র।

একবার দায়িত্ব পালন করেন, কেন্দুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে। বর্তমানে তিনি কেন্দুয়া উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে জনগনের কাছে থেকে এলাকার উন্নয়ন কাজে বলিষ্ঠ ভূমি রাখছেন। তিনি একজন শিক্ষানুরাগী ও জনবান্ধব নেতা হিসেবে সকল শ্রেণি পেশার মানুষের সঙ্গে হাসিখুশি ও খোলামেলা ব্যবহার করে এগিয়ে যাচ্ছেন ।

তিনি কেন্দুয়া ডিগ্রী কলেজ গর্ভনিং বডির সম্মানিত সদস্য, সান্দিকোনা স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি, গন্ডা কলেজ, গভর্নিংবডির সভাপতি, কেন্দুয়া জয়হরি স্প্রাই উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, কেন্দুয়া সাবেরুনেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বৈশ্যপাট্রা মডেল একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেন। তার দায়িত্ব পালন কালীন সময়ে এ সব প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে শতভাগ অনিয়ম দূর্নীতি হয়নি। তিনি দিগদাইর আরামবাগ হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং কেন্দুয়া বাজার খাদ্য গুদাম সংলগ্ন জামে মসজিদের প্রতিষ্টাতা। এলাকার একজন অসাম্প্রদায়িক এবং ধার্মীক ব্যক্তি হিসেবে তার একটা সুনাম রয়েছে।

তিনি কেন্দুয়া-আটপাড়ার বিভিন্ন স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান ও ক্লাব সমূহেও ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছেন। তার জনসেবা ও রাজনৈতিক জীবন নিয়ে খোলামেলা কথা বলেন, তার প্রিয় সহধর্মিনী মিসেস. দিলারা আরজু।

জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে আমি আমার স্বামীর রাজনৈতিক কর্মকান্ড সহ জনসেবার কাজে খুব কাছে থেকে নিবিড় ভাবে সহযোগিতা করে আসছি। তার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই। আর্থিকভাবে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। তিনি জনসেবা করতেই বেশি ভালোবাসেন। স্ত্রী হিসেবে আমি কাছে থেকে যতটুকু জানি এবং বুঝি তিনি সারাক্ষনই জনগণ ও এলাকার কল্যান কামনায় নিজেকে জড়িয়ে রাখেন। সবচেয়ে খুশির কথা হলো সকাল থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত সমান ভাবে তিনি পরিশ্রম করেও কোনদিন ক্লান্ত হননি এবং কোন নেতাকর্মীর সঙ্গেও খারাপ আচরন করতে আমি শুনিনি।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে নেত্রকোনা- ৩ আটপাড়া-কেন্দুয়া নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সঙ্গে দিনরাত কাজ করে যাচ্ছেন। আশা করি দল তাকে মনোনয়ন দেবে। আমি পরম করুনাময় আল্লাহর দরবারে দুহাত তুলে প্রার্থনা করি দলের মনোনয়ন পেয়ে তিনি এম.পি নির্বাচিত হয়ে যেন সব মানুষের আরো বেশি বেশি কল্যাণ করতে পারেন।

(এসবি/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test