E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাঙ্গামাটি শহরে অটোরিক্সা চলাচল বন্ধ

২০১৪ জুলাই ১৬ ১৮:৪৫:৩০
রাঙ্গামাটি শহরে অটোরিক্সা চলাচল বন্ধ

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি শহরে অটোরিক্সা থেকে চাদাঁ দাবী এবং এক চালককে গাড়িসহ অপহরনের প্রতিবাদে শহরে অটোরিক্সা চলাচল বন্ধ করে দিয়েছে অটোরিক্সা চালকেরা।

বুধবার দুপুর আড়াইটার এর দিকে তিনজন পাহাড়ি যুবক একটি অটোরিক্সা বনরুপা থেকে ভাড়া করে মনোঘর এলাকায় নিয়ে যায় সেখানে যাওয়ার পর পাহাড়ি যুবকরা অটোরিক্সার বকেয়া চাদাঁ না দেয়ার অভিযোগ এনে গাড়ি সহ চালককে আটকে রাখে বলে অভিযোগ করছেন অটোরিক্সার চালকেরা।এ খবর ছড়িয়ে পড়লে শহরের সকল অটোরিক্সা বন্ধ করে দেয় চালকেরা এবং পথের বিভিন্ন স্থানে অবস্থান নেয় তারা। অপহৃত চালকের নাম বাবু আর গাড়িটির নাম্বার হলো রাঙ্গামাটি থ ১১০৩১২।

রাঙ্গামাটি অটোরিক্সা চালক সমিতির সাধারন সম্পাদক মনোরঞ্জন বড়ুয়া জানান, চাদাঁবাজরা কৌশলে টেক্সি ভাড়া করে গাড়ি এবং চালককে অপহরন করে। দ্রুত অপহৃত চালক এবং গাড়ি ছেড়ে না দিলে কঠোর কর্মসূচী দেয়া হবে।
রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার আমেনা বেগম জানান, চাঁদার টোকেন না থাকায় একটি গাড়ি এ একজন চালককে অপহরন করেছে বলে জেনেছি। বিষয়টি খোঁজ খবর নিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য রাঙ্গামাটি শহরে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে অটোরিক্সা।

(এসআরএস/এটিআর/জুলাই ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test