E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামে ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনজীবীর মামলা

২০১৮ সেপ্টেম্বর ২৭ ১৫:৩৯:৩৯
চট্টগ্রামে ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনজীবীর মামলা

চট্টগ্রাম প্রতিনিধি : ক্ষমতার অপব্যবহার, নির্যাতন, ঘুষ গ্রহণ ও অবৈধভাবে আটকের অভিযোগ এনে পটিয়া থানায় সংযুক্ত পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন রিগান আচার্য নামে এক আইনজীবী।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী।

মামলায় অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্য হলেন পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) খাজু মিয়া ও মো. খোরশেদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুম ও মো. বশির এবং কনস্টেবল মো. হুমায়ুন।

আদালত সূত্র জানায়, গত ১৭ সেপ্টেম্বর রাতে পটিয়া ধলঘাট এলাকায় আইনজীবী রিগান আচার্য শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে অভিযুক্ত পুলিশ সদস্যরা কোনো কারণ ছাড়াই তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করে অভিযুক্ত পুলিশ সদস্যরা। পরে কাছে থাকা ৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test