E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গলাচিপায় দূর্গা পূজা উপলক্ষে সরকারের কাছে জনসাধারণের জোর দাবি

২০১৮ সেপ্টেম্বর ২৭ ১৬:০৫:৪৩
গলাচিপায় দূর্গা পূজা উপলক্ষে সরকারের কাছে জনসাধারণের জোর দাবি

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : পটুয়াখালীর গলাচিপায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া বাজার শারদীয় দূর্গা পূজা ও রাধা গোবিন্দ মন্দিরে আড়চালার জন্য জোর দাবি জানিয়েছেন ভক্তবৃন্দরা।

এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি অনিমেষ সরকার প্রতিবেদককে বলেন, প্রায় ৫০ বছরের পুরোনো রাধা গোবিন্দ ও দূর্গা মন্দির সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত কোন অনুদান পাওয়া যায় নি।

তিনি আরো বলেন, কলাগাছিয়া ইউনিয়নের এই মন্দিরটির প্রতিষ্ঠা করেছেন আমার বাবা অরুন কুমার সরকার। প্রতি বছরের ন্যায় এ বছরও মন্দিরে শারদীয় দূর্গা পূজা হবে।

তিনি বলেন, এই মন্দিরে অতীব জরুরী হিন্দু কল্যান ট্রাস্টের মাধ্যমে একটি স্কুল দরকার। এই মন্দিরের আশে পাশে প্রায় ১০০ হিন্দু ঘর রয়েছে। প্রতিটি ঘরে ৩ থেকে ৪ টি বাচ্চা রয়েছে। তাই এখানে একটি স্কুল দিলে বাচ্চারা ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারবে।

এ বিষয়ে গলাচিপা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র পাল বলেন, প্রতিবছর এখানে পূজা হয় । প্রতি বছর সরকারি ভাবে পূজার বরাদ্দ এরা পায়। কিন্তু মন্দিরে একটি আড়চালার প্রয়োজন বলে আমি মনে করি।

(এসডি/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test