E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত  

২০১৮ সেপ্টেম্বর ২৭ ২৩:৪৬:৪৭
টাঙ্গাইলে ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত  

রঞ্জন কষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় বৃহস্পতিবার(২৭ সেপ্টেম্বর) বিকালে ট্রাক চাপায় স্কুলছাত্রী নাফিজা আক্তার(১৪) নিহত হওয়ার ঘটনায় উতেইজত সহপাঠীরা বাস্ট্যান্ডের ৬টি দোকান ভাংচুর করেছে। 

পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। নিহত নাফিজা আক্তার করটিয়াস্থ আবেদা খানম স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ও বাসাইলের কাশিল গ্রামের মেহেদী হাসান রানার মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকাল চারটার দিকে নাফিজা স্কুল ছুটির পর কোচিংক্লাস করে সিএনজি চালিত অটো রিকশাযোগে বাড়িতে যাওয়ার জন্য রাস্তা পাড় হওয়ার সময় ইটভর্তি দ্রুতগতির একটি ট্রাক নাফিজাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।

এ সংবাদ ছড়িয়ে পড়লে তার সহপাঠী ও উত্তেজিত জনতা বিক্ষেভ মিছিল করে। বিক্ষুব্ধরা ঘাতক ট্রাক সহ করটিয়া বাসস্ট্যান্ডে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় উত্তেজিত সহপাঠীরা করটিয়া বাসস্ট্যান্ডের আব্দুল কাদের, আমজাদ সওদাগর, লাকী সওদাগর, হান্নান সওদাগর, স্বপন সাহা ও নাজিম সওদাগরের ৬টি দোকান ভাংচুর করে। পরে টাঙ্গাইল মডেল থানার ওসি মো. সায়েদুর রহমান ঘটনাস্থলে এসে আগামি ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক ট্রাকের চালক ও সহকারীকে আটক করার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ নাফিজার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে।

করটিয়া ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু জানান, তিনি অচিরেই করটিয়া বাসস্ট্যান্ডের অবৈধ দোকানপাট ভেঙে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান জানান, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও তার সহকারী পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

(আরকেপি/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test