E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সন্তান ভূমিষ্ট হওয়ার পর মা’র পালিয়ে যাওয়ার চেষ্টা, বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ

২০১৮ সেপ্টেম্বর ২৮ ১৫:১২:৩২
সন্তান ভূমিষ্ট হওয়ার পর মা’র পালিয়ে যাওয়ার চেষ্টা, বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ

মতিউর রহমান মুন্না, হবিগঞ্জ : নবীগঞ্জে সদ্য ভূমিষ্ট হওয়া এক নবজাতককে নিয়ে বিপাকে পড়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ। প্রসবের পর সন্তানকে রেখে কৌশলে জন্মদাতা মা পালিয়ে যেতে চাইলেও ডাক্তার ও নার্সদের সন্দেহ হওয়ায় আটক করা হয় তাকে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে অবগত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নবজাতককে ও নার্স ও আয়াদের তত্ত্বাবধানে রয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধায়। 

সূত্রে প্রকাশ, উপজেলার গজনাইপুর সতক গ্রামের মৃত সায়েদ মিয়ার কন্যা ছারিকুন বেগম (৩০) প্রসবের ব্যাথা নিয়ে গতকাল বৃস্পতিবার সকাল ১১:৫৫ মিনিটে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আসে। তাৎক্ষনিকভাবে তাকে ডেলিভারী কক্ষে নেওয়া হলে কিছুক্ষনের মধ্যেই তার গর্ভে ভূমিষ্ট হয় এক নবজাতক পুত্র। কিন্তু ওই নবজাতককে রেখে ছারিকুন বেগম কৌশলে হাসপতাল ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি হাসপাতাল ডাক্তার ও নার্সদের সন্দেহের সৃষ্টি হলে তারা তাকে আটক করে। পরে ওই নবজাতককে নিয়ে বিপাকে পরে ডাক্তার ও নার্সগণ। অবশেষে কোন উপায় না পেয়ে লিখিত আকারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়। রাত ৯ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নবজাতক ডাক্তার ও নার্সদের হেফাজতে রয়েছে।

এ প্রতিবেদকের সাথে আলাপকালে নবজাতকের মা প্রসূতি ছারিকুন বেগম জানান, প্রায় ৪ বছর পূর্বে তার প্রথম স্বামী মারা যাওয়ার পর সিলেটের ভোলাগঞ্জ এলাকায় কাজের সুবাধে পরিচয় হয় জায়েদ নামের এক লোকের সাথে। এমনকি এর কিছুদিন পর তারা কাবিন বিহীন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের ঔরষে সাজন মিয়া নামের ২ বছর বয়সের পুত্র সন্তান রয়েছে। অভাব অনটনের কথা চিন্তা করে সদ্য ভূমিষ্ট হওয়া নবজাতককে অন্য লোকের হাতে তুলে দিতে চায় মা ছারিকুন।

হাসপাতালের জরুরী বিভাগে দায়ীত্বরত ডাঃ ইদ্রিস আলম জানান, ভূমিষ্ট হওয়ার পর মা ওই নবজাতককে গ্রহণ না করে কৌশলে পালিয়ে যেতে চাইলে তাকে আটক করা হয়। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে প্রশাসনকে অবগত করা হয়েছে।

এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইফতেখার আলম চৌধুরী জানান, এ ঘটনাটি ইউএনও ও থানার অফিসার ইনচার্জকে জানানো হয়েছে। আজ শুক্রবার সকালে সমাজ সেবা অফিসার হাসপাতালে উপস্থিত হওয়ার পর সংশ্লিষ্টদের সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

(এমআরএম/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test