E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কর্ণফুলীতে যুবলীগ কর্মী খুনের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা

২০১৮ সেপ্টেম্বর ২৮ ১৬:৩৫:৪৬
কর্ণফুলীতে যুবলীগ কর্মী খুনের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের  কর্ণফুলীতে যুবলীগ কর্মী খুনের ঘটনায় গত রাতে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহতদের বড় ভাই মোঃ ইয়াসিন (২৬) বাদি হয়ে এজাহার নামীয় পাঁচজনকে ও অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

আসামীরা হলেন ১. মোঃ আজম (২৫) পিতা নুরুল আলম ২. মোঃ ফারুক প্রকাশ আশিক (২৬) পিতা মৃত নুরুচ্ছাফা ৩. আলী আজগর প্রকাশ হৃদয় (২০) পিতা আবু তাহের ৪.ওমর (২৪) পিতা মকবুল আহমদ ৫. শওকত হোসেন ওমর প্রকাশ শাহনুর (২২) পিতা মোঃ ছৈয়দ । আসামীদের প্রত্যেকে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামের বলে জানা যায়।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৭টায় যুবলীগ কর্মী মোঃ মামুনুর রশিদ (৩০) প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন। উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছিল।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিপক্ষরা মামুনকে আজিজ নামে এক বন্ধুর সাথে আড্ডা দেওয়ার সময় অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। পরে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় আত্বীয় স্বজনেরা উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করলে সেখানে তার মৃত্যু হয়।

কর্ণফুলী থানার ওসি মো. আলমগীর মাহমুদ বলেন, রাতে নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

নিহত মামুন ইউনিয়ন ছাত্রলীগের কর্মী বলে জানা যায়। গতকাল হত্যাকারীদের ফাসিঁর দাবীতে দক্ষিণ জেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

(জেজে/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test