E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নানা কর্মসূচির মধ্য দিয়ে সুবর্ণ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০১৮ সেপ্টেম্বর ২৮ ১৮:০৩:৪৮
নানা কর্মসূচির মধ্য দিয়ে সুবর্ণ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নোয়াখালী প্রতিনিধি : ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে সকাল ১০ ঘটিকার সময় সুবর্ণচর উপজেলার সর্বশ্রেণীর মানুষের উপস্থিতিতে একটি আনন্দ র‌্যালি বের করে চরজব্বর ডিগ্রি কলেজ গেইট প্রদক্ষিণ করেন।

পরে বর্ষপূর্তিকে ঘিরে চরজব্বর ডিগ্রি কলেজ ও শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৬০০ ছাত্র/ছাত্রীর ব্লাড গ্রুপ নির্ণয় করে সংগঠনটি।

দুপুর ১২ ঘটিকার সময় শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে সুবর্ণ ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য ও সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুর রহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন এর বর্ষপূর্তি উদযাপন করেন।

সুবর্ণ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মহিব উল্যাহ মহিবের সঞ্চালনায়, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা সুবর্ণ ব্লাড ফাউন্ডেশনের কার্যক্রম কে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরো ভালো করার অনুপ্রেরণা যোগান। বিভিন্ন জেলা উপজেলা থেকে কয়েকটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগদান করেন।

সুবর্ণ ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইদাদুল হক ইয়াছিন সকলকে আগামী দিনে এই সংগঠনের সাথে থাকার আহ্বান ও সকলের সহযোগিতা কামনা করেন।

(আইইউএস/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test