E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এমপি পিন্টু ও অসীম উকিলের সমালোচনার প্রতিবাদে কেন্দুয়ায় যুবলীগের সমাবেশে নিন্দা

২০১৮ সেপ্টেম্বর ২৮ ২৩:৫৫:০২
এমপি পিন্টু ও অসীম উকিলের সমালোচনার প্রতিবাদে কেন্দুয়ায় যুবলীগের সমাবেশে নিন্দা

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : জাতির  জনক বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে উপজেলা সদরে এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ আওয়ামীযুবলীগ কেন্দুয়া উপজেলা শাখা। শোভাযাত্রাটি উপজেলা সদরে বিভিন্ন রাস্তা প্রদক্ষীণ শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

উপজেলা আওয়ামীযুবলীগের আহবায়ক মুস্তাফিজউর রহমান বিপুলের সভাপতিত্বে সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া পৌরসভার মেয়র ও নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সদস্য জনপ্রিয় আওয়ামীলীগ নেতা মো: আসাদুল হক ভূঞা।

এছাড়া আরো বক্তব্য রাখেন, কেন্দুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মো: কামরুল হাসান ভূঞা, সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, স্বেচ্ছাসেবকলীগ নেতা জহিরুল ইসলাম জহির, কৃষকলীগ নেতা আব্দুল্লাহ আল ফারুখ ছানা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে আওয়ামীলীগের সাধারন সম্পাদক নূরুল আলম মো: জাহাঙ্গীর চৌধুরী বর্তমান এম.পি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ও বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা অসীম কুমার উকিলকে উদ্দেশ্য করে যে পাগলের প্রলাপ করেছেন তা আওয়ামীলীগের মতো একটি গণতান্ত্রীক রাজনৈতিক দলের সুস্থ রাজনীতির ধারাকে কলঙ্কীত করেছে।

দলীয় প্রধান বঙ্গবন্ধু কণ্যা দেশ রত্ন শেখ হাসিনার জন্মদিনে তার জীবনের দীর্ঘায়ু কামনা সহ রাজনৈতিক বর্ণাঢ্য জীবনের আলোচনা নতুন প্রজন্মের কাছে তুলে না ধরে অযথা মিথ্যাচার করে উদ্দেশ্য প্রনোদিত ভাবে এম.পি পিন্টু ও অসীম উকিলের যে তীব্র সমালোচনা নেতাকর্মীদের উপস্থিতিতে করা হয়েছে তা রাজনীতির শিষ্টাচার বহির্ভূত একটি অধ্যায়।

আওয়ামীলীগের মতো একটি দলের সাধারণ সম্পাদকের পদে দীর্ঘদিন ধরে বসে থেকে এ ধরনের সমালোচনা করা জাহাঙ্গীর চৌধুরীর মুখে মোটেও মানায় না। তার বক্তব্যে আওয়ামীলীগের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি সহ দলের ক্ষতিই বয়ে আনবে বেশি। বক্তরা তার এ ধরনের নোংরা ও কুরুচি বক্তব্য প্রত্যাহার করে না নিলে ভবিষ্যতে এর দায় দায়িত্ব তাকেই নিতে হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

(এসবি/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test