E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে প্রধানমন্ত্রীর জন্মদিনের দোয়া অনুষ্ঠানে বিএনপি সমর্থকদের বাধা, আ.লীগ কর্মী আহত

২০১৮ সেপ্টেম্বর ২৯ ১৫:৫৬:৫৪
বাগেরহাটে প্রধানমন্ত্রীর জন্মদিনের দোয়া অনুষ্ঠানে বিএনপি সমর্থকদের বাধা, আ.লীগ কর্মী আহত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিএনপি সমর্থকদের বাধা প্রদানসহ আওয়ামী লীগের এক কর্মীকে মারপিট করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার তাফালবাড়ী শরীফ বাড়ি জামে মসজিদে এঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

শরণখোলা তাফালবাড়ী শরীফ বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো. মফিজুর রহমান জানান, শুক্রবার জুমা’বাদ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ সকল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। জুমা’বাদ মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে শরিক হওয়ার জন্য তিনি উপস্থিত মুসল্লিদের বলেন।

এসময় স্থানীয় বিএনপি সমর্থক সাইয়েদ হাওলাদারের ছেলে রশিদ হাওলাদার, জাকির হাওলাদার ও সুলতান হাওলাদারের ছেলে জামাল হাওলাদার মিলাদ পড়া জায়েজ নেই বলে ফতোয়া দিয়ে মিলাদে বাধা প্রদান করে। এসময় আওয়ামী লীগের কর্মী ফারুক শরীফসহ কয়েকজন মুসল্লি প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে বিএনপি সমর্থক রশিদ হাওলাদার তার লোকজন নিয়ে এসে প্রতিবাদকারী আওয়ামী লীগের কর্মী ফারুক শরীফকে মারধর করে। এঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার সরকার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে। পুলিশ তাদের আটকে অভিযান চলাচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, বাগেরহাট- ৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ শুক্রবার দুপুরে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার সকল মসজিদ প্রধানমন্ত্রীর জন্মদিনে এই মিলাদ ও দোয়া আনুষ্ঠান এবং সকল মন্দিরে প্রার্থনা সভার আয়োজন করেন।

(এসএকে/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test