E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

চাটমোহরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার ফাইনাল

২০১৮ সেপ্টেম্বর ২৯ ১৭:২৭:৩৭
চাটমোহরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার ফাইনাল

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চাটমোহর উপজেলার পূর্বটিয়ারতলা গ্রামে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার ফাইনাল শুক্রবার বিকেল অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় শাহাপুর খেলোয়ার কল্যান সমিতি এবং চকউথুলী খেলোয়ার কল্যান সমিতি অংশ গ্রহণ করেন।

উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পূর্বটিয়ারতলা শেখ কামাল স্মৃতি সংঘের আয়োজনে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় আ’লীগ নেতা ও পাবনা-৩ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়র মো. আব্দুল আলীম। খেলাটি উদ্বোধন করেন, চাটমোহর উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন সাখো।

খেলা পূর্ব আলোচনা সভা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে কেক কাটা পর্ব অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পূর্বটিয়ারতলা শেখ কামাল স্মৃতি সংঘের সভাপতি মো. ইমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা পাবনা-৩ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মো. আতিকুর রহমান আতিক, উপজেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কেএম শরীফ উল্লাহ সাচ্চু, প্রভাষক মো. মাহবুবুল ইসলাম, আ’লীগ নেতা মুকুল হোসেন মাষ্টার, মূলগ্রাম ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি মো. মনিরুল ইসলাম প্রমূখ।

ফাইনাল হা-ডু-ডু খেলায় শাহাপুর খেলোয়ার কল্যান সমিতি চকউথুলী খেলোয়ার কল্যান সমিতিকে ১০০-৬৮ পয়েন্টে পরাজিত করে শিরোপা জয় করে। খেলার তত্বাবধানে ছিলেন পূর্বটিয়ারতলা শেখ কামাল স্মৃতি সংঘের সাধারন সম্পাদক সোহেল সরকার। খেলাটি পরিচালনা করেন, আবুল হোসেন সরকার। খেলা দেখতে প্রচুর দর্শক সমাগম ঘটে।

(এসএইচএম/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test