E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্য গ্রেফতার

২০১৮ সেপ্টেম্বর ২৯ ১৮:০৭:০১
নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্য গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ডাকাতি হওয়া ১শ’ বস্তা মুরগির খাদ্য এবং চুরি যাওয়া ৪টি মোটর সাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করেছে। 

শনিবার ভোর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার বেলা ১১টায় নওগাঁ সদর মডেল থানায় এক প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পৃথক পৃথক অভিযান চালিয়ে ঢাকা, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, অতি সম্প্রতি নওগাঁ থেকে একশ’ বস্তা মুরগীর খাদ্য ডাকাতি হওয়ার ঘটনার জের ধরে গত ১৩ সেপ্টেম্বর দায়ের হওয়া মামলা (নং ৩৯৫/৩৯৭ দঃ বিঃ) তদন্ত করতে গিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত বগুড়া জেলাধীন দুপচাঁচিয়া উপজেলার পালকুড়ি গ্রামের ওসমান আলী প্রামানিকের পুত্র আলমগীর হোসেন পান্না (২৭) কাহালু উপজেলার দেওগ্রামের আক্তার হোসেনের পুত্র বুলবুল হোসেন (৪২) ও শাহজাহান পুর উপজেলার কচুয়াদহ গ্রামের মৃত আসগর আলীর পুত্র মোঃ রুহুল আমিন, মাদারীপুর জেলাধীন শিবচর উপজেলার সাড়ে এগারোরশি গ্রামের মৃত হাশেম খাঁ’র পুত্র মোঃ রেনু খাঁ এবং ফরিদপুর জেলাধীন ভাঙ্গা উপজেলার কুইশাডাঙ্গা গ্রামের লাল চানের পুত্র রাম চন্দ্র মজুমদারকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে চোরাই ৪টি মোটরসাইকেলসহ আটককৃতরা হলো, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের মোঃ গিয়াসের পুত্র রাজন (২২), আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে ইয়ার্ড কলোনীর মোঃ শহিদুলের পুত্র সুজন ও দুপচাঁচিয়া উপজেলার তালুচ গ্রামের আমজাদ আলীর পুত্র মোঃ স্বপন(২৮) এবং নওগাঁ জেলাধীন নওগাঁ শহরের সুলতানপুর (পূর্ব পাড়া) মহল্লার মোঃ হাবিবুর রহমানের পুত্র মনোয়ার হোসেন ওরফে মনু (২৯), একই মহল্লার মোঃ আবুল কাশেমের পুত্র মোঃ নান্টু (৩০) এবং নওগাঁ সদর উপজেলার চকতাতারু দক্ষিনপাড়ার আব্দুল জলিলের পুত্র মোঃ স্বপন (৩৪)।

এরা সকলেই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন জানিয়েছেন।

এ ব্যপারে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে।

(বিএম/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test