E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ডিজিটাল নিরাপত্তা আইনে প্রকৃত সাংবাদিকদের ভয়ের কারণ নেই’

২০১৮ সেপ্টেম্বর ২৯ ১৮:৪০:১৪
‘ডিজিটাল নিরাপত্তা আইনে প্রকৃত সাংবাদিকদের ভয়ের কারণ নেই’

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : ডিজিটাল নিরাপত্তা আইনে প্রকৃত সাংবাদিক ও প্রতিষ্ঠানের জন্য হুমকি নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী। আজ সকাল ১১টায় টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রকে একে অপরের পরিপূরক হিসেবে মূল্যায়ন করেন। তিনি সংবাদ মাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ^াস করেন বলেই বেসরকারী ৩০ টির মতো টিভি চ্যানেল অনুমোদন দিয়েছেন। তিনি সাংবাদিক বান্ধব বলেই সাংবাদিকদের জন্য কল্যান ট্রাষ্ট করে দিয়েছেন।

তিনি আরোও বলেন, দেশ এখন ডিজিটাল। ডিজিটাল মাধ্যমে যেমন সুফল রয়েছে, তেমনি তাকে ব্যবহার করে নানা ধরনের ক্রাইম হচ্ছে। যা দেশের জন্য ভয়াবহ হুমকি। এজন্য সকল পক্ষ থেকেই ডিজিটাল নিরাপত্তা আইনের দাবি উঠেছিলো। সে লক্ষ্যে সকল পক্ষের সাথে আলাপ-আলোচনা করেই এই আইন প্রনয়ণ করা হয়েছে। তবে যখন একটি আইন তৈরী হয়, তখন সেখানে কিছু সমস্যা দেখা দিতে পারে। এজন্য কিছু আপত্তি উঠেছে। আগামীকাল একটি বৈঠক হবে, সেখানে আলাপ-আলোচনার মাধ্যমে আপত্তিগুলি সমাধান হবে বলে বিশ্বাস করি। এতে সঙ্কিত হওয়ার কোন কারণ নেই। এর পরেও যদি বাধা আসে তাহলে আমরা সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ জানাবো।

এরপর তিনি কালিহাতীর রামগতি শ্রীগোবিন্দ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কালিহাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^ বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা.কামরুল হাসান খান, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম, দৈনিক সময়ের আলোর সম্পাদক রফিকুল ইসলাম রতন প্রমুখ বক্তব্য রাখেন। পরে তিনি উপজেলার নারান্দিয়া টি,আর,কে,এন স্কুল এন্ড কলেজের নবীন বরন অনুষ্ঠানে যোগ দেন।

(আরকেপি/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test