E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে’

২০১৮ সেপ্টেম্বর ৩০ ১৮:৩৪:২৪
‘সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে’

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেছেন স্বাধীনতার পর বর্তমান সরকার জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। ছাত্র-ছাত্রীদেরকে বিনামূল্যে বই, উপবৃত্তি সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার পাশাপাশি শিক্ষাঙ্গনে আধুনিক অবকাঠামো নির্মাণ করছে। তাই সুষম উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। 

তিনি রবিবার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ মহিলা কলেজে নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গাইবান্ধা জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মহিমাগঞ্জ মহিলা কলেজের সভাপতি মোহাম্মদ হোসেন ফকুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, উপজেলা প্রকৌশলী ছাবের আলী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুকিতুর রহমান রাফি, কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান জাকারিয়া ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, তৌহিদুল ইসলাম শাহিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহানা আকতার, অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান মন্ডল, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুন্সি রেওয়ানুর রহমান, গুমানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এস এম রিপন, তালুককানুপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, মহিমাগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মুনছুরুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খন্দকার হামিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক তৌকির হাসান রচি, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আহসানুল শেখ সুমন সহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

এছাড়াও কামারেরহাট হতে পলাশবাড়ি, ফকিরপাড়া হতে পাচগছি, মহিমাগঞ্জ রেলঘুমটি হতে বোচাদহ এবং শালমারা হতে সোনাতলা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন।

(এসআরডি/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test