E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামী কারাগারে

২০১৮ সেপ্টেম্বর ৩০ ১৯:০০:৩২
কেন্দুয়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামী কারাগারে

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের শান্তিবাগ মহল্লায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী কিশোর শর্মাকে গ্রেফতার করে রোববার (৩০ সেপ্টেম্বর) সকালে নেত্রকোনা আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

বিগত ১৯৯৭ সালের ৪ ডিসেম্বর পৌর এলাকার আরামবাগ মহল্লার বাসিন্দা মৃত হরে কৃষ্ণ শর্মার কন্যা কণিকা শর্মার সঙ্গে শান্তিবাগ মহল্লার মৃত যোগেন্দ্র শর্মার ছেলে কিশোর শর্মার সনাতন ধর্মীয় রীতি-নীতি অনুযায়ী বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই কিশোর তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করত। সুখে-শান্তিতে স্বামীর সংসার করার জন্য কণিকা বিভিন্ন সময়ে তার বাবার বাড়ি থেকে প্রায় ১০ লাখ টাকা স্বামীকে এনে দেন।

কণিকা শর্মা জানান, বিয়ের পর সুখে-দুঃখের মধ্যেই তার দুই ছেলে সন্তান জন্ম নেয়। বর্তমানে বড় ছেলে লিখন শর্মা কেন্দুয়া সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ও ছোট ছেলে আবীর শর্মা পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করছে। তিনি জানান, আমার স্বামী দীর্ঘদিন ধরে আমাদের কোনো ভরণ-পোষণ করে না। উল্টো সে আমার বাবার বাড়ি থেকে আরো টাকা এনে দেওয়ার জন্য আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। বিষয়টি স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশের মাধ্যমে আপোষ মীমাংসা করলেও কিশোর চলে এর উল্টোপথে।

গত ২৮ সেপ্টেম্বর রাত অনুমান সাড়ে ১০টার দিকে কণিকাকে তার বাবার বাড়ি থেকে আরো দুই লাখ টাকা এনে দিতে চাপ প্রয়োগ করে কিশোর। এতে রাজি না হলে কিশোর তার স্ত্রী কণিকাকে বেদড়ক মারপিট করে সন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেয়।

কিশোরের বড় ছেলে লিখন শর্মা জানায়, তার বাবা যৌতুকের টাকার জন্য তার মা কণিকাকে প্রায় সময়ই শারীরিকভাবে নির্যাতন করে। এতে প্রতিবাদ করলে তার বাবা বই পুস্তক ছিড়ে ফেলে দিয়ে তাদেরকেও নির্যাতন করে।

এ ঘটনায় স্ত্রী কণিকা শর্মা বাদী হয়ে শনিবার রাতে স্বামী কিশোরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে কেন্দুয়া থানা পুলিশ কিশোর শর্মাকে শনিবার রাতেই গ্রেফতার করে রোববার সকালে আদালতে পাঠায়। এদিকে রোববার দুপুরের দিকে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে দুই সন্তান নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন কণিকা শর্মা।

সাংবাদিকদের কাছে কান্নাজড়িত কণ্ঠে কণিকা স্বামীর নির্যাতনের কাহিনীর কথা তুলে ধরে বলেন, আমার স্বামী একজন মাদকসেবী ও দুর্ধর্ষ প্রকৃতির লোক। সে বিভিন্ন সময়ে আমাকে শারীরিক ভাবে নির্যাতন করে আমার জীবনটা শেষ করে দিয়েছে। আমি আমার দুই সন্তান সহ বাঁচতে চাই। তার কাছ থেকে মুক্তি চাই। কণিকা আশংকা করে বলেন, কিশোর জেল থেকে জামিনে এসে যেকোনো সময় আমিসহ আমার সন্তানদের খুন করতে পারে। এ জন্য আমি আদালতের কাছে আমি ও আমার সন্তানের জীবনের নিরাপত্তা চাই।

কেন্দুয়া থানা পুলিশের এসআই ও মামলার দতন্তকারী কর্মকর্তা নোমান সাদেকীন বলেন, যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেন্দুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় কিশোরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তবে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

(এসবি/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test