E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৭৫ লাখ টাকায় ভোট ছাড়াই ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন

২০১৮ অক্টোবর ০১ ১৭:৫৫:৩২
৭৫ লাখ টাকায় ভোট ছাড়াই ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : প্রায় ৭৫ লাখ টাকার বিনিময়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের কার্যনিবাহী কমিটি গঠিত হতে যাচ্ছে। সোমবার বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র ক্রয়ের শেষ সময়ে নির্ধারিত নয়টি মনোনয়নপত্র বিক্রির মধ্য দিয়ে এই এক তরফা নির্বাচনের ইতি টানা হয়েছে। আগামি ২০ অক্টোবর ভোট গ্রহণের দিন নির্ধারিত থাকলেও সে পর্যন্ত আর অপেক্ষার প্রয়োজন পড়ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা কমিটির এক শীর্ষপর্যায়ের নেতা, ওই দলের একজন শীর্ষ পর্যায়ের জনপ্রতিনিধি এবং জেলা পুলিশের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তার সমন্বয়ে গঠিত সিন্ডিকেট এ নির্বাচন ভন্ডুল করে দিয়েছে। তাদের অভিযোগ এই সিন্ডিকেট ৭৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে নির্ধারিত নয়জনকে রেখে সিঅ্যান্ডএফ এজেন্টস কমিটি গঠন করেছেন। এ প্রসঙ্গে ব্যবসায়ীরা ভাগ্যবান সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত রহমান ও মোস্তাফিজুর রহমান নাসিমের নাম উল্লেখ করেন।

তবে জানতে চাইলে আরাফাত রহমান ও মো. নাসিম এসব কিছু জানেন না বলে দাবি করেছেন।
তবে বন্দরের কয়েকজন ব্যবসায়ি জানান, তাদেরকে কমিটিতে রাখার সিদ্ধান্তনেওয়া হয়েছে এমন টোপ ফেলে মনোনয়ন পত্র না কেনার জন্য উৎসাহিত করা হলেও দুপুরের পর তারা ইচ্ছা করলেও তারা ওই সিএণ্ডএফ এজেন্ট এ্যসোসিয়েশন ভবনে পুলিশের বাধায় ঢুকতে পারতেন না। কারণ তালিকাভুক্ত ব্যবসায়িদের ৮০ শতাংশই জামায়াত বিএনপি করে এমন কথা বলে গড়াপেটার ম্যাচের মাধ্যমে আওয়ামী লীগার হিসেবে নয় সদস্য বিশিষ্ট কমিটির সদস্য নির্ধারণ করে তাদের স্বপক্ষে একটি করে মনোনয়নপত্র কেনা হয়েছে।

জানা গেছে, নির্বাচন পরিচালনার জন্য ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশন ভবনে বসানো হয় নির্বাচন কমিশন অফিস। নির্বাচন কমিশনার এক সময়কার জামায়াতের সক্রিয় কর্মী নাশকতা মামলার আসামী আব্দুল গফুর সরদার সাংবাদিকদের জানান, তিনি মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম সোমবার সকালেই ক্লোজ করে দিয়েছেন। মাত্র নয়টি মনোনয়নপত্র বিক্রয়ের নির্দেশনা ছিল তার ওপর। একজন প্রতিনিধি তা একবারে কিনে নিয়ে গেছেন। এরপর তার কাছে আর কোনো আগ্রহী প্রার্থী আসেননি। তিনি জানান আমার অফিস পুলিশ বেষ্টিত। ফলে বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়ন বিক্রির সময় থাকলেও পুলিশের বাধা অতিক্রম করে আর কেউ সেখানে প্রবেশ করতে পারেননি।

এ প্রসঙ্গে সেক্রেটারি পদ পেতে আগ্রহী ব্যবসায়ী অহিদুল ইসলাম জানান, ‘আমাদের মনোনয়নপত্র কিনবার সুযোগ দেওয়া হয়নি। পুলিশের বাধার মুখে আমরা অনেকেই ফেরত এসেছি’। একইভাবে ফিরে এসেছেন সিঅ্যান্ডএফ এর সাবেক সভাপতি আশরাফুজ্জামান আশু, বিদায়ী সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু ছাড়াও বেশ কয়েকজন নেতা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ভোমরা বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের ভোটার সংখ্যা ১৮০। তাদের মধ্যে সাতক্ষীরার ভোটার ৪০ , বেনাপোলের ১০৬ এবং অন্যরা ঢাকা চট্টগ্রাম মোংলাসহ অন্যান্য স্থানের। গঠনতন্ত্র অনুযায়ী নয় সদস্য বিশিষ্ট কমিটির মেয়াদ তিন বছর।

জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা মোস্তাফিজুর রহমান জানান, মনোনয়ন কেনা নিয়ে কেউ যাতে বিরোধ সৃষ্টি না করতে পারে সেজন্য পুলিশ সজাগ ছিল। তবে মনোয়ন কিনতে আসা কোন ব্যবসায়িকে বাধা দেওয়ার অভিযোগ ঠিক নয়।

জানতে চাইলে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ সোমবার বিকেল সোয়া ৫টায় এ প্রতিবেদককে জানান, তিনি অসুস্থ। বাসায় এলে বিস্তারিত জানাবেন।

সাতক্ষীরা সদর আসনের সাংসদ মক্তযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি’র সঙ্গে সোমবার বিকেল ৫টায় কথা বলার চেষ্টা করলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

(আরকে/এসপি/অক্টোবর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test