E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৯ বছর পর নিয়োগ ৯ দিন পর শূন্য!

২০১৮ অক্টোবর ০১ ১৮:৫৫:৪০
৯ বছর পর নিয়োগ ৯ দিন পর শূন্য!

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জের মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯ বছর প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে ৯ দিন পর আবারো বদলীর ঘটনায় এলাকায় অসন্তোষ দেখা দিয়েছে। গত ১৬ সেপ্টেম্বর প্রধান শিক্ষক নাসির উদ্দিনকে নিয়োগ দিলেও আবারো তাকে  অন্যত্র বদলী করার স্থানীয়দের মাঝে এ  অসন্তোষ দেখা দেয়।  ৯ বছর পর ৯ দিনের জন্য প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে আবার অন্যত্র বদলী করাকে রীতিমত প্রহসন বলে উল্লেখ করেন স্থানীয়রা। 

তারা উক্ত বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক না দিয়ে তাকে সরিয়ে না নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে লিখিত আবেদন করেছেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিমল পাল বলেন, ২০০৯ সাল হতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূণ্য রয়েছে। ফলে শিক্ষার্থীদের লেখাপড়াসহ সার্বিক কার্যক্রম বাঁধাগ্রস্থ হচ্ছে। দুর্গম ও অবহেলিত এ এলাকার প্রাথমিক শিক্ষার উন্নয়নের বিদ্যালয়ে প্রধান শিক্ষক খুবই জরুরী। দীর্ঘদিনপর একজন প্রধান শিক্ষক দিলেও তাকে অন্যত্র বদলী করা খুবই দুঃখ জনক। স্থানীয়রা প্রধান শিক্ষকের বদলী স্থগিত করার দাবী জানান।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির লোকজন লিখিত আবেদন করেছেন। বিষয়টি উর্ধত্বন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার বলেন, দীর্ঘদিন পর শিক্ষক নিয়োগ দিয়ে সরিয়ে নেয়াটা দুঃখ জনক।

(এসপি/এসপি/অক্টোবর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test