E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শতভাগ নিরাপত্তার দাবিতে অভিভাবক-শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন 

২০১৮ অক্টোবর ০২ ১৫:৪৭:১১
শতভাগ নিরাপত্তার দাবিতে অভিভাবক-শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন 

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের যৌন হয়রানীসহ শতভাগ নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করছে ওই প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। মঙ্গলবার বেলা ১২ টায় টাঙ্গাইল প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা যৌন হয়রানীতে জড়িত অন্যান্য শিক্ষকদের শাস্তি দাবি করেন। এছাড়াও শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ, যৌন হয়রানীতে অভিযুক্ত সহকারী শিক্ষক সাইদুর রহমান সর্বোচ্চ শাস্তি এবং তাকে সহায়তা ও রক্ষাকারী সহকারী শিক্ষিকা এ্যানি সুরাইয়া, হাবিবুর রহমান, মাকসুদা রানা ও প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন তালুকদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ৯ম শ্রেণির শিক্ষার্থীর অবিভাবক কমান্ডার ফেরদৌস আলম রঞ্জু বীরপ্রতীক, এডভোকেট শামীম চৌধুরী দয়াল, হাসান রেজা অপু, খন্দকার খালেদা ফেরদৌস, সুলতানা সরোয়ার, ৯ম শ্রেণীর শিক্ষার্থী ফারজানা হোসাইন মিতু, তাহিয়া তাবাসছুম প্রমুখ।

উল্লেখ্য, গতকাল ছাত্রীদের আপত্তিকর মন্তব্য ও যৌন হয়রানীর অভিযোগে টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমানকে গনধোলাই দিয়ে পুলিশে দেয় উত্তেজিত শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান অভিযুক্ত শিক্ষককে এক বছরের কারাদন্ড দেন।

(আরকেপি/এসপি/অক্টোবর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test