E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে উন্নয়ন মেলা শুরু ৪ অক্টোবর

২০১৮ অক্টোবর ০২ ১৭:৩০:৫৬
মৌলভীবাজারে উন্নয়ন মেলা শুরু ৪ অক্টোবর

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভবিাজার : জেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন মেলা-২০১৮ উপলক্ষ্যে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স করেছে মৌলভীবাজারের জেলা জেলা মোঃ তোফায়েল ইসলাম।

মঙ্গলবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয় ।

প্রেস কনফারেন্সে জানানো হয়, সারা দেশের ন্যায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। মেলার শুরুতে বর্ণাট্য র‌্যালি, আলোচনা সভা ও সরকারের বিভিন্ন উন্নয়ন শীর্ষক ডিসপ্লে প্রদর্শন করা হবে । এই কার্যক্রমে পুলিশ, ব্যাংক বীমাসহ শতাধিক ষ্টল অংশ গ্রহন করবে। মেলায় শ্রম মন্ত্রনালয়ের অধীনে ১০জন শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হবে এবং অংশ গ্রহনকারী বিভিন্ন ষ্টলকে সনদপত্র প্রদান করা হবে।

জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মোঃ সালা উদ্দিন ও সহকারী জেলা তথ্য কর্মকর্তা মোঃ আব্দুস ছাত্তার।

বক্তব্য রাখেন- দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসক্লাব সম্পাদক সালেহ এলাহী কুটি, সাবেক সম্পাদক এস.এম উমেদ আলী, সাংবাদিক ডাঃ ছাদিক আহমদ, নজরুল ইসলাম মুহিব, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, আকমল হোসেন নিপু, তমাল ফেরদৌস দুলাল, বকসি মিছবাউর রহমান, মশাহিদ আহমদ, মতিউর রহমান, হাসনাত কামাল, দুরুদ আহমদ, হোসাইন আহমদ, মাহমুদ এইচ খান, এ.এস কাঁকন, আব্দুল বাছিত খান প্রমুখ।

প্রেস কনফারেন্স জেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্য্র মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

(একে/এসপি/অক্টোবর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test