E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দেশে গণতন্ত্র নেই : জলি তালুকদার

২০১৮ অক্টোবর ০২ ২১:৩০:৫৫
দেশে গণতন্ত্র নেই : জলি তালুকদার

কুষ্টিয়া প্রতিনিধি : বর্তমান সরকারের সমালোচনা করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেছেন এখন সরকারে জনগণের সাথে কোন সম্পর্ক নেই। তাদের সম্পর্ক হচ্ছে বিদেশী শক্তিদের সাথে, আমেরিকার সাথে, ইন্ডিয়ার সাথে, আমলাতন্ত্রের সাথে। এভাবে দেশ চালাতে পারে? কারো ক্ষমতা আছে? যারা ক্ষমতায় আছেন, দেশ চালাচ্ছেন তাদেরকে জিজ্ঞাসা করতে চাই আপনার ৫২ ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুথান, ৭১ এর মুক্তিযুদ্ধ ও সৈরাতন্ত্রের বিরুদ্ধের আন্দোলনের কথা ভুলে গিয়েছে। সৈরতন্ত্রকে কিভাবে এ দেশের জনগণ প্রতিহত করেছিলো। আপনারা নির্বাচন মানেন না। যে কয়টা নির্বাচন করেছেন নির্বাচন কমিশন আপনারা দেখেছেন কি পরিমান বানোয়াট নির্বাচন কমিশন। এই সরকারের বাইরে নির্বাচন কমিশন একটা কথাও বলে না। 

আজ মঙ্গলবার (০২ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর উদ্যোগে কমরেড জসিম উদ্দিন মন্ডলের স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি সরকারের মাদক বিরোধী কর্মকান্ড নিয়ে বলেন, বর্তমানে দেশে গুম হত্যাকান্ড হচ্ছে, ক্রসফায়ার হচ্ছে। আপনারা বলেন মাদক ব্যবসায় দুর করবো। আরে মাদকের বিরুদ্ধে তো কমিউনিস্ট পার্টি লড়াই করেছিলো। আর আপনারা কি করেছেন আমরা দেখেছি। বাংলাদেশের সবচেয়ে মাদকের যে মাফিয়া কক্সবাজারে বদির সাথে প্রধানমন্ত্রী কক্সবাজারে ঘুরেছেন। সেই ছবি আমরা পত্র-পত্রিকায় সবাই দেখেছি।

আমরা মাদক দুর করতে চাই। আপনারা সবচেয়ে বড় মাদক ব্যসায়ীকে বসাইয়া রাইখা মাদক ব্যবসায় দুর করবেন? দেশের বড়ার গুলো উন্মুক্ত করে দিয়া মাদক দুর করতে চান.....মানুষ মাইরা? এটা কি তামশা...? মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য আপনারা এগুলো করছেন। এগুলো বন্ধ করেন।

দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন, সবচেয়ে বড় কথা বিচার বর্হিভূত কোন হত্যা কান্ড আমরা চাইনা। হত্যা, গুম গণতান্ত্রিক দেশে চলে না। আজকে যদি দেশে গণতন্ত্র থাকতো, ভোটাধিকার থাকতো তাহলে জবাবদিহিতা থাকতো। আজকে তাদের জবাব দিতে হয় ইন্ডিয়ার কাছে, তাদের জবাব দিতে হয় আমেরিকার কাছে, আর্মির কাছে, আর জনগণের কাছে জবাবদিহিতা দিতে হয় না। তাই বলি পৃথিবির ইতিহাস ভুলে জায়েন না, বাংলাদেশের ইতিহাস ভুলে জায়েন না, ইতিহাস ভুলে গেলে তার পরিনতি কখনো ভোলা যাবে না।

নির্বাচন নিয়ে বলেন, এই যে নির্বাচন নিয়ে তামশা, নির্বাচনে টাকার খেলা সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করে সুষ্ঠু নির্বাচন দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সম্পাদক কমরেড এসএ রশিদ, কমিউনিস্ট পার্টির কুষ্টিয়া জেলার সভাপতি কমরেড ওয়াকিল মুজাহিদ, সাবেক সভাপতি কমরেড রফিকুল ইসলাম, সদস্য কমরেড ম. হেলাল, দৌলতপুর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি মহসীন আলী, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেন বিশ্বাস, জাসদ কেন্দ্রীয় নেতা মহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাসদ (আম্বিয়া-বাদল) সভাপতি রেজাউল হক, মিরপুর উপজেলা জাসদ (ইনু) যুগ্ম-সাধারন সম্পাদক কারশেদ আলম, কুষ্টিয়া জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রাজিব আহম্মেদ প্রমুখ।

(কেকে/এসপি/অক্টোবর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test