E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উন্নয়ন মেলা ঘিরে রায়পুরে উৎসবের আমেজ

২০১৮ অক্টোবর ০৩ ১৫:৫৭:০৪
উন্নয়ন মেলা ঘিরে রায়পুরে উৎসবের আমেজ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আগামীকাল থেকে শুরু হওয়া ৪র্থ জাতীয় উন্নয়ন মেলাকে ঘিরে সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে।

আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স’র মাধ্যমে এ মেলা উদ্বোধন করবেন তাই বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের নিজেদের স্টল আকর্ষনীয় করার পাশাপাশি স্কুল কলেজগুলোতে চলছে বিশেষ প্রস্তুতি । উৎসব আমেজ ছড়িয়ে পড়েছে পুরো উপজেলা জুড়ে। উপজেলা প্রশাসনসহ সকল দপ্তরেই এ নিয়ে সাজ সাজ রব।

বুধবার লটারির মাধ্যমে স্টল বরাদ্দ করেছে উপজেলা প্রশাসন। সবাই যার যার দপ্তরের স্টল উন্নয়ন ভাবনায় রাঙিয়ে তুলে সেরা পুরস্কার ছিনিয়ে নিতে বদ্ধ পরিকর। পহেলা অক্টোবর অনুষ্ঠিত মেলা উপলক্ষে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগীতায় ঐতিহ্যবাহী এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রথম ও দ্বিতীয় স্থান হওয়ার গৌরব অর্জন করায় অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা রচনা প্রতিযোগীতায় বেশী মনযোগ দিয়ে নিচ্ছে বিশেষ প্রস্তুতি।

আগামী ৬ অক্টোবর পর্যৗল্প চলা মেলা উপলক্ষে র‌্যালি, আলোচনাসভা, রচনা প্রতিযোগীতা, উন্নয়ন বিষয়ক ভিডিও ক্লিপ প্রদর্শনী, পুরস্কার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

(পিআর/এসপি/অক্টোবর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test