E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৭ দফা দাবিতে জেলা প্রশাসককে মৌলভীবাজার জেলা বিএনপির স্মারকলিপি 

২০১৮ অক্টোবর ০৩ ১৬:০১:২৭
৭ দফা দাবিতে জেলা প্রশাসককে মৌলভীবাজার জেলা বিএনপির স্মারকলিপি 

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : ৩০ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক সমাবেশে দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে ৭দফা দাবি ও ১২ দফা লক্ষ্য সমূহ সারাদেশের মত মৌলভীবাজারেও জেলা বিএনপি’র পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকঠ স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

বুধবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্তি জেলা প্রশাসক আশরাফুর রহমানের নিকঠ স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ রাষ্ট্রকে একটি ন্যায়ভিত্তিক কল্যাণমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে নির্মাণ করার লক্ষ্যে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ সরকারের অধীনে সকলের নিকট গ্রহনযোগ্য, অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৭ দফা দাবী ও ১২ দফা লক্ষ্য সমূহ মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের নিকট স্মারক লিপি উপস্থাপন করা হয়।

স্মারকলিপি প্রদানকালে এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহমদ, বিএনপি নেতা শামসুল হক সামা, মুহিতুর রহমান হেলাল, মোস্তাক আহমদ রুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, সিনিয়র সহ সভাপতি শাম্মীর হাবিব চৌধুরী রবিন, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা আবু বক্কর তালুকদার, বরাত আহমদ, জেলা জিয়ামঞ্চের আহবায়ক মোনাহিম কবির , সাবেক ছাত্রদল নেতা সৈয়দ নেপুর আলী, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা আফিয়ান আহমেদ চৌধুরী শিপু, জগলু, সাজ্জাদুর রহমান শাহান, জামাল আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাহ আলম, জেলা ছাত্রদল নেতা মোজাম্মেল হোসাইন সাজু, হেলাল আহমদ খান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিলাদ হোসেন।

স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের প্রধান গেইটের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী’র পরিচালনায় বক্তব্য রাখেন মিজানুর রহমান ও মোশারফ হোসেন বাদশা।

(একে/এসপি/অক্টোবর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test