E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রীর বিকৃত ছবি প্রচারের অভিযোগে গৌরীপুরে স্কুল শিক্ষক আটক

২০১৮ অক্টোবর ০৩ ২২:১৮:৩৮
প্রধানমন্ত্রীর বিকৃত ছবি প্রচারের অভিযোগে গৌরীপুরে স্কুল শিক্ষক আটক

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : প্রধানমন্ত্রীর বিকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারের অভিযোগে ময়মনসিংহের গৌরীপুরে মোনায়েম খান পাঠান নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ। সে উপজেলার বোকাইনগর ইউনিয়নের আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বুধবার বিকালে তাকে স্কুলের সামনে থেকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ফেসবুকে ‘ন্যায়ের পথে’ নামক অ্যাকাউন্টে পোস্ট করা প্রধানমন্ত্রীর বিকৃত ছবি বুধবার(৩অক্টোবর) মোনায়েম খান পাঠান তার ব্যাক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। কিছুক্ষণের মধ্যেই শেয়ার করা প্রধানমন্ত্রীর বিকৃত ছবি স্থানীয় অন্যান্য ফেসবুক ব্যবহারকারীদের নজরে এলে বিষয়টি আলোড়ন সৃষ্টি করে। পরে বিষয়টি পুলিশের নজরে এলে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। তবে মোনায়েমের সহকর্মীরা জানান, মোনায়েম সহজ-সরল প্রকৃতির মানুষ। যতদূর জানি, সে সরকার বিরোধী কোনো কাজে লিপ্ত থাকার কথা নয়। অসর্তকতাবশত সে এই ধরণের একটি কাজ করে ফেলেছে। অযথা যেনো তাকে হয়রানি না করা হয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রিপন চন্দ্র সরকার বলেন, অভিযোগ পেয়ে মোনায়মেকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তার মুঠোফোন জব্দ করা হয়েছে। যে নামের আইডি থেকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি শেয়ার করা হয়েছে, সেই নামের আইডি তার ফেসবুকের বন্ধু তালিকায় আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী বলেন, অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে দোষী প্রমাণিত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(এসআইএম/এসপি/অক্টোবর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test