E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

টাঙ্গাইল-৩ : একই মঞ্চে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ৭ প্রার্থী 

২০১৮ অক্টোবর ০৩ ২২:২০:৫৫
টাঙ্গাইল-৩ : একই মঞ্চে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ৭ প্রার্থী 

টাঙ্গাইল প্রতিনিধি : ‘বিএনপি-জামায়াত এর অব্যাহত ষড়যন্ত্রের বিরুদ্ধে নৌকায় ভোট দিন, উন্নয়ন বুঝে নিন’ শীর্ষক এক বিশাল জন সমাবেশ বুধবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলে অনুষ্ঠিত হয়েছে।

ঘাটাইল পৌর আওয়ামী লীগ আয়োজিত এই বিশাল সমাবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৭জন প্রার্থী একই মঞ্চে উঠেন।

তারা শপথ নেন যে, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন যাকে দেয়া হবে তার পক্ষেই অন্য সকল প্রার্থী ও সমর্থকরা এক যোগে কাজ করবে। এ আসনে কোন বিদ্রোহী প্রার্থী থাকবে না।

মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাবেক ভিসি অধ্যাপক ড. কামরুল হাসান খান, জেলা আওয়ামী লীগের সহভাপতি ইউসুফ আব্দুল্লাহ তুহিন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জিবিজি কলেজের সাবেক ভিপি এস আকবর খান, সোনালী ব্যাংকের পরিচালক নুরুল আলম তালুকদার, ডেপুটি এটর্নি জেনারেল ড. শহিদুল ইসলাম, সাবেক এমপি ডাঃ মতিউর রহমানের ছেলে তানভীর রহমান ও তেজগাঁও কলেজের বাংলা বিভাগের প্রফেসর অধীর চন্দ্র সরকার।

ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. মজিবুর রহমান, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আ,ন,ম বজলুর রহীম রিপন ও ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র হাসান আলী প্রমুখ।

উল্লেখ্য, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা বীরমুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় দীর্ঘদিন যাবত জেল হাজতে রয়েছেন। তার আসনে আওয়ামী লীগের ৮জন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী হয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন। তাদের মধ্যে ৭জনই একই মঞ্চে উঠে নজির সৃষ্টি করেছেন।

তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন সকলে মিলে নৌকার পক্ষে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেন।

(এনইউ/এসপি/অক্টোবর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test