E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাজীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

২০১৮ অক্টোবর ০৩ ২২:২৩:০৩
হাজীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : বুধবার হাজীগঞ্জ পৌরসভাধীন ১০নং ওয়ার্ড রান্ধুনীমূড়া এলাকা থেকে ফিরোজা বেগম (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ঐ গ্রামের পশ্চিমপাড়া ইসমাইল হাজী বাড়ির সিএনজি স্কুটার চালক হেলাল মিয়ার স্ত্রী। থানা উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর তার স্বামী ও পরিবারে লোকজন  পালিয়ে গেছে। নিহত গৃহবধূ এক কন্যা সন্তানের জননী। 

স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজা বেগম আত্মহত্যা করেছেন আবার কেউ বলেছে তাকে হত্যা করা হয়েছে। ফিরোজা বেগম ও তার স্বামী সিএনজি স্কুটার চালক হেলালের মাঝে কলহ লেগেই থাকতো আর এ নিয়ে প্রায় হেলাল স্ত্রীকে মারধর করতো। গতকাল বুধবার দুপুরের দিকে ফিরোজা বেগমের মৃত্যুর খবর উঠে। এরপরেই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে স্থানীয়দের দাবি এই নারী মৃত্যুর বিষয়টি সুষ্ঠ তদন্তের মাধ্যমে আইনী কার্যক্রম সম্পন্ন করা হোক।

থানা উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জামান জানান, ঐ নারী আত্মহত্যার খবর পেয়ে অফিসার ইনচার্জ স্যারের নির্দেশে সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রকৃয়া চলমান রয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন রনি জানান, ফিরোজা বেগমের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়নি। তবে গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন, ময়নাতদন্ত রিপোর্ট আসলেই আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে ।

(ইউএইচ/এসপি/অক্টোবর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test